Icon

Delete this widget in your dashboard. This is just an example.

Academic

Delete this widget in your dashboard. This is just an example.

Care

Delete this widget in your dashboard. This is just an example.
 

6 Paragraph for Class 7

Sunday, May 6, 2018



PARAGRAPH JOURNEY BY TRAIN

A journey is pleasant to all. A journey by train is specially very pleasant and enjoyable to me. A few days ago I made a journey by train from Dhaka to Sylhet. During the last vacation one of my friends requested me to attend his sister’s marriage ceremony at Sylhet. So I got a chance to make a journey by train. I accepted this invitation gladly. Two other friends joined with me. On the fixed day we reached Kamalapur Railway Station at 07:00 A.M. The station was very crowded. Somehow we managed to buy our tickets. With great difficulty we got into the train. Fortunately I got my seat beside the window. After a few minutes the guard blew the whistle and the train began to move on. At first the train moved on slowly. There it began to run in full speed. I kept looking outside through the window. The train was passing through the green fields. Dew drops on green grasses were glittering like pearls. Trees and houses seemed to run behind. We saw the farmers working in the field. Cattle were grazing here and there. I enjoyed the scenes with cheerful mind. All these pleased me very much.  It was the most pleasant journey in my life.

MY VILLAGE/ YOUR VILLAGE / OUR VILLAGE PARAGRAPH

The name of my village is Talepur. It is a large and famous village. It is about two miles long and one mile wide. It is in the district of Dhaka under Keraniganj Upazila. It is the biggest village of our upazila. It is an ideal village. It is not far from Thana. Our village is densely populated. There are eight thousand people in the village. Most of the people of the village are Muslims and others are Hindus. They are very simple and honest. They live here in peace. They help one another. They share other’s sorrows and sufferings. About 8o% people of the village are farmers. There are also teachers, traders, service holders etc. There are a high school, a primary school, a madrasa, a post office and four mosques in our village. Village boys and girls receive their education in this school. Boys and girls from other villages come to receive education. There is a post office and bank in the village. There is also a market in the village. The daily market sits everyday and the hat sits twice in a week. People buy their daily necessaries from the market. There is also a charitable dispensary in the village. The communication system of the village is very good and easy.  A road connects through the village to upazilla. People can go to the Thana by vans, rickshaws etc. A good road connects from our village to railway station.  The village is neat and clean. There is a small health center.  Villagers get medical care here. There is an MBBS. There are also some quacks. The natural beauty of the village is very attractive. The climate of the village is good for health. My village is an ideal village. I love my village. I am proud of it.

A PARAGRAPH ABOUT A SELFISH GIANT

Once there was a selfish giant. He had a very beautiful garden in front of his place where he lived. He went to his relative’s house and stayed there for some days. In the meantime children played in the garden. One day when the giant came back, he saw the children playing freely in his garden. This made him seriously angry and he drove them away. He built a huge wall round the garden to stop entrance into it. So the children could not play. Then the garden becomes lifeless without any flower or bird. Though it was the season of spring, winter prevailed in the garden. The giant found no trace of spring in his garden. Then one day he could hear the chirping of birds and looked out of the window. He saw that children were playing in the garden. It was full of flowers and birds. He come out of his castle into the garden and seeing him coming, the children ran away. At once the garden became lifeless again with cold. He could realize the matter and felt sad. Then he allowed them to enter into it and play freely. The garden immediately regained its life with flowers leave. From that time the giant and the children become close friends.

PARAGRAPH ON GREENHOUSE EFFECT

The Greenhouse Effect is a warming of the atmosphere around the Earth. This happens when some gases (carbon dioxide, water vapor, ozone, methane, etc.,) in the atmosphere trap the heat radiated by the Earth. The atmosphere acts like the glass in a greenhouse (it is from here that the greenhouse Effect gets its name). Over the past few hundred years, humans have been burning trees and fossil fuels. This has released many millions of tons of carbon dioxide into the atmosphere. Carbon dioxide is very good at absorbing the sun’s heat. The extra carbon dioxide has caused the atmosphere of the Earth to become warmer. This, in turn, causes more water to evaporate into the atmosphere. Water vapor is also good at absorbing heat, which causes the Earth’s atmosphere to become even warmer. The average temperature of the atmosphere has risen by almost 1 degree Celsius in the last 200 years. Scientists have called this effect ‘global warming’. They believe that the temperature of the atmosphere will continue to rise as long as the level of carbon dioxide in the atmosphere rises. Increased Greenhouse Effect on Global Warming could shift rainfall patterns, raise the sea level and alter to ecological balance.

Write a paragraph about 'Greenhouse Effect' by answering the questions below:
=======================
What is greenhouse effect?
How is it caused?
What is the main culprit for global warming?
What are the threats of global warming?
What measures can we take to prevent global warming?
What do you mean by greenhouse effect?
How is it created?
What is its effect and who are affected?
How can it be stopped?
What are the measures you prefer to stop it?
=======================

The greenhouse effect is the process by which the air surrounding the earth is becoming warmer day by day. In other words, it is the gradual warming of the air which ultimately results in the gradual increase in the world temperature. In short, the rise in atmospheric temperature is known as the greenhouse effect. The carbon dioxide is primarily responsible for temperature rise in atmosphere. The carbon dioxide is given off when coal and oil are burnt. As a result, the ice covering the North and South poles is melting and may eventually lead to a rise in sea levels which can flood many areas of the world. Scientists have already given warning that some parts of coastal countries including Bangladesh may go under water due to greenhouse effect. The total area of deserts is increasing every year. Many species of animals and plants are endangered with the threat of extinction. In order to protect ourselves from its catastrophic impact and to prevent global warming, we should take some effective measures. Therefore, deliberate cutting down of forests must be stopped. Tree plantation program should be adopted soon. Steps should be taken to put an end to the causes and sources of emitting carbon dioxide in the atmosphere.

PARAGRAPH ABOUT MY LIKING AND DISLIKING

We all differ in many ways. Out of them all, one major area is on account of our likes and dislikes. The difference exists owing to our family background, company of friends and climatic conditions. Our likes and dislikes, however, give us an understanding into our inner self. Like all others, I too have a few likes and dislikes.  My first importance in my liking is cleanliness, which I consider next only to God. I also love those whose heart is clean, though their tongue might be bitter. I worship beauty in any form. To me beautiful things are those which we never get tired of by seeing. When I look at an elephant, it fills me with ecstasy. Similarly, when I observe an ant and its work, I am filled with praise and admiration for it. I also like nature very much. This gives me great consolation. I feel great pain to see that in his mad pursuit for material possession, man has forgotten all about the real joy that comes from Nature. I like small children, hopping and jumping like free birds. Their faces are smooth and glossy. Their small fingers and toes win my admiration. Their sweet company makes me forget all my woes. On the other hand, I abhor a chain smoker. I don’t like flattery because flatterers are too dangerous to mix with. They can never be our true companions and friends. Lastly, I dislike false intellectual. Because it reminds me of the famous quote that: ‘Empty vessels sound much.’

MY FAVORITE SPORT  PERSON SAKIB AL HASAN

There are many sport persons in the world. The entire sports people are not favorite to me. My favorite sport person is an  Bangladeshi international  cricketer. He is Shakib Al Hasan . He in one of the greatest cricketers of the world. He is an internationally celebrated person. Actually, he is an all round performer. He is No. 1 All-rounder in ODI and Test Cricket.   He is different from others. He has good relations with his teammates. He is very friendly and amicable. For having these exceptional qualities in him. I like him very much. He is popular all over the world for his qualities. I like him for his outstanding performance and achievements. He represented Bangladesh at under-19 level, 18 Youth One Day Internationals between 2005 and 2006. Shakib made his One Day International (ODI) debut against Zimbabwe in August 2006, and his Test debut the following May against India.

দুই বিঘা জমি-রবীন্দ্রনাথ ঠাকুর

Thursday, May 3, 2018

দুই বিঘা জমি-রবীন্দ্রনাথ ঠাকুর


শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে।

বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।

কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই।

চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।

শুনি রাজা কহে, বাপু, জানো তো হে, করেছি বাগানখানা,

পেলে দুই বিঘে প্রস্থ ও দিঘে সমান হইবে টানা-

ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি

সজল চক্ষে, করুন রক্ষে গরিবের ভিটেখানি।

সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া,

দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!

আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে,

কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা, সে দেখা যাবে।



পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে-

করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।

এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি –

রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে,

তাই লিখি দিল বিশ্বনিখিল দু বিঘার পরিবর্তে।

সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য

কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য!

ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি

তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি।

হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো-ষোল –

একদিন শেষে ফিরিবারে দেশে বড়োই বাসনা হলো।

নমঃনমঃনমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!

গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।

অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি

ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।

পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,

স্তব্ধ অতল দিঘি কালোজল-নিশীথশীতল স্নেহ।

বুকভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে-

মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।

দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজগ্রামে-

কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে,

রাখি হাটখোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে

তৃষাতুর শেষে পঁহুছিনু এসে আমার বাড়ির কাছে।

ধিক ধিক ওরে, শত ধিক তোরে, নিলাজ কুলটা ভূমি!

যখনি যাহার তখনি তাহার, এই কী জননী তুমি!

সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্রমাতা

আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা!

আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাসবেশ-

পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ!

আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন-



তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন।

ধনীর আদরে গরব না ধরে! এতই হয়েছ ভিন্ন

কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন!

কল্যাণময়ী ছিলে তুমি অয়ি, ক্ষুধাহরা সুধারাশি!

যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী, হলে দাসী।

বিদীর্ণহিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি-

প্রাচীরের কাছে এখনো যে আছে, সেই আমগাছ, এ কি!

বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা,

একে একে মনে উদিল স্মরণে বালক-কালের কথা।

সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,

অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।

সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন-

ভাবিলাম হায় আর কী কোথায় ফিরে পাব সে জীবন!

সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে,

দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে।

ভাবিলাম মনে বুঝি এতখনে আমারে চিনিল মাতা,

স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।

হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এল মালী,

ঝুঁটি-বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি।

কহিলাম তবে, আমি তো নীরবে দিয়েছি আমার সব-

দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব!

চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠিগাছ

বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ।

শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন।

বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।

আমি কহিলাম, শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়!

বাবু কহে হেসে বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।

আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে-

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!

সাধারন জ্ঞান, জানার আছে অনেককিছু ।। কুইজ এর প্রশ্ন ও উত্তর

Monday, January 9, 2017

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঐতিহাসিক স্থান, স্থাপনা, নদ-নদীর সংযোগ স্থল, কৃষি বিষয়ক কিছু গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য, দেশের গানের গীতিকার ও সুরকার ও বিবিধ বিষয়ে সাধারন জ্ঞানের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন। 


জানার আছে অনেককিছু


বিষয়ঃ I.C.T (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) 

========================================================================
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
.
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names
And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর
ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম
রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
.
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ
কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা
কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
.
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
.
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
.
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে
র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
.
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
.
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
========================================================================


বিষয় >>> কৃষি বিষয়ক কিছু গবেষণা প্রতিষ্ঠান 

========================================================================

1. বাংলাদেশ রাবার বোর্ড – চান্দগাঁও, চট্টগ্রাম !
2. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট – জয়দেবপুর, গাজীপুর
3. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট – জয়দেবপুর, গাজীপুর
4. তৈলবীজ গবেষণা কেন্দ্র – জয়দেবপুর, গাজীপুর
5. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট – মানিক মিয়া এভিনিউ, ঢাকা
6. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট – সাভার, ঢাকা !
7. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট – ঈশ্বরদী,পাবনা !
8. বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র -ঈশ্বরদী,পাবনা !
9. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট – শ্রীমঙ্গল,মৌলভীবাজার !
10. বাংলাদেশ রেশম গবেষণা ওপ্রশিক্ষণ ইনস্টিটিউট – রাজশাহী !

11. বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র -চাঁপাইনবাবগঞ্জ !
12. বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র – নশিপুর,দিনাজপুর !
13. বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র – শিবগঞ্জ,বগুড়া !
14. বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ ইনস্টিটিউট – নরসিংদী !
15. বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট – ময়মনসিংহ

========================================================================


বিষয় >>> বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য

=======================================================================
(1)শহীদ মিনার —ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গন — হামিদুর রহমান
(2)জাতীয় স্মৃতি সৌধ —সাভার,ঢাকা — সৈয়দ মইনুল হোসেন
(3)জাতীয় সংসদ ভবন —শেরে বাংলানগর, ঢাকা _মিঃ লুই আইকান
(4)অপরাজেয় বাংলা —কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় —সৈয়দ আব্দুল্লাহ খালেদ
(5)অমর একুশে — জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সাভার — জাহানারা পারভীন

(6)সাবাস বাংলাদেশ —রাজশাহী বিশ্ববিদ্যালয় —নিতুন কুন্ডু
(7)স্বোপার্জিতস্বাধীনতা — টিএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয় —শামীম সিকদার
(8)শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ — মীরপুর, ঢাকা —মোস্তফা হারুন কুদ্দুস
(9)শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ —মীরপুর, ঢাকা (২) — ফরিদ উদ্দিন আহমেদ
(10)জাতীয় যাদুঘর —শাহবাগ, ঢাকা — মোস্তফা কামাল

(11)কমলাপুর রেল স্টেশন_কমলাপুর, ঢাকা — মিঃ বব বুই
(12)স্বাধীনতা — কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা —হামিদুজ্জামান খান
(13)শাপলা চত্বর —মতিঝিল, ঢাকা — আজিজুল জলিল পাশা
(14)জাগ্রত চৌরঙ্গী —জয়দেবপুর চৌরাস্তা, গাজিপুর_ আবদুর রাজ্জাক
(15)মুজিবনগর স্মৃতিসৌধ_মুজিবনগর, মেহেরপুর —তানভীর কবির
========================================================================


বিষয়  >>> নদ-নদীর সংযোগ স্থল 

========================================================================
১. পদ্মা+যমুনা = গোয়ালন্দে (রাজবাড়ী) পদ্মা নাম ধারণ করেছে।
২.পদ্মা +মেঘনা = চাঁদপুরে মেঘনা নাম ধারণ করেছে। .
৩.তিস্তা+ব্রক্ষপুত্র = গাইবান্ধায় ব্রহ্মপূত্র নামধারণ করেছে।
৪.ধলেশ্বরী+শীতলক্ষ্যা = নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নাম ধারণ করেছে।
৫.যুমনা+বাঙ্গালী = বগুড়ায় যমুনা নাম ধারণ করেছে।

৬.মেঘনা+পুরাতন ব্রহ্মপূত্র =কিশোরগঞ্জের ভৈরব বাজারে মেঘনা নাম ধারণ করেছে।
৭.সুরমা+কুশিয়ারা = মৌলভী বাজারের আজমিরিগঞ্জে মেঘনা নাম ধারণ . ========================================================================


বিষয় >>> ঐতিহাসিক স্থান, স্থাপনা

 =======================================================================
১. আফগান দুর্গ যেখানে অবস্থিত — ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
২. আহসান মঞ্জিল নির্মাণ করেন — নবাব আব্দুল গনি।
৩. মহাস্থানগড়ের যে যুগের শিলালিপি পাওয়া গেছে — মৌর্য যুগের।
৪. সোমপুর বিহার যেখানে অবস্থিত — নওগাঁ জেলার পাহাড়পুরে।
৫. পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত — সোমপুর বিহার।

৬. সত্য পীরের ভিটাযেখানে অবস্থিত — নওগাঁ জেলার সোমপুর বিহারে।
৭. শালবন বিহার যেখানে অবস্থিত — কুমিল্লা জেলার ময়নামতিতে।
৮. শালবন বিহার তৈরী করেন — রাজাধিরাজ ভবদেব।
৯. আনন্দ বিহার যেখানেঅবস্থিত — কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
১০. আনন্দ বিহার তৈরী করেন — রাজা আনন্দ দেব।

১১. বাংলাদেশের প্রাচীন শহর — পুণ্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
১২. মহাস্থানগড় যে জেলায় অবস্থিত — বগুড়া জেলায়।
১৩. খোদার পাথর ভিটা যেখানে অবস্থিত — মহাস্থানগড়।
১৪. বৈরাগীর ভিটা যেখানে অবস্থিত — মহাস্থানগড়।
১৫. বৈরাগীর চাল যেখানে অবস্থিত — গাজিপুর জেলায়।

১৬. আনন্দ রাজার দীঘি যেখানে অবস্থিত — কুমিল্লার ময়নামতিতে।
১৭. রামুমন্দির যেখানেঅবস্থিত — কক্সবাজারের রামু থানায়।
১৮. উত্তরা গনভবন যেখানে — নাটোর জেলায়।
১৯. কান্তজীর মন্দির যেখানে অবস্থিত — দিনাজপুর।
২০. বাঘা জামে মসজিদ যেখানে অবস্থিত — রাজশাহীতে।

২১. পানাম নগর যেখানেঅবস্থিত — সোনারগাঁয়ে।
২২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার — সীতাকোট বিহার।
২৩. সীতাকোট বিহার অবস্থিত — দিনাজপুর।
২৪. সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল — মূঘল আমলে।
২৫. বাংলার রাজধানী সোনারগাঁয় স্থাপন করেন — ঈশা খাঁ।

২৬. সোনারগাঁ নামকরণ হয়েছে — ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
২ ৭. সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী ছিল — মহাস্থানগড়।
২৮. পাঁচ বিবির মাজার অবস্থিত — সোনারগাঁতে।
২৯. বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি অবস্থিত — সোনারগাঁতে।
৩০. সোনারগাঁয়ের পূর্ব নাম — সুবর্ণ গ্রাম।

৩১. ষাট গম্বুজ মসজিদ অবস্থিত — বাগেরহাট।
৩২. ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন — খান জাহান আলী।
৩৩. লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন — যুবরাজ মোহাম্মদ আযম।
৩৪. লালবাগ কেল্লা নির্মাণ শেষ করেন — শায়েস্তা খান।
৩৫. লালবাগ কেল্লার আদি নাম — আওরঙ্গবাদ দুর্গ।

৩৬. ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয় — ১৬১০ সালে।
৩৭. বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন — সুবেদার ইসলাম খান।
৩৮. তারা মসজিদ কোথায় অবস্থিত — পুরান ঢাকায়।
৩৯. বজরা শাহী মসজিদ অবস্থিত — নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
৪০. মুজিব নগর অবস্থিত — মেহেরপুর জেলায়।
৪১. মহামুনি বিহার কাথায় অবস্থিত — চট্টগ্রামের রাউজানে।
৪২. সোমপুর বিহার তৈরী করেন — শ্রী ধর্মপাল দেব।
========================================================================

 ✿ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ✿

 বাংলাদেশের_মৎস্য গবেষণা ইনস্টিটিউট = ৩টি যথা:
● (১) স্বাদু পানির মাছ গবেষণা ইনস্টিটিউট (ময়মনসিংহ) .
● (২) সামুদ্রিক পানির মাছ গবেষণা ইনস্টিটিউট (কক্সবাজার) .
● (৩) ইলিশ ও নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট (চাঁদপুর)
✿_________ ✿
========================================================================

বিষয় >>> দেশের গানের গীতিকার ও সুরকার  

========================================================================
১. জয় বাংলা, বাংলার জয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ .
২. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ .
৩. একতারা, তুই দেশের কথা বল রে এবার বল গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ .
৪. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল .
৫. একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার দল? গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল .

৬. মোরা একটি ফুলকে বাঁচাব বলে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ .
৭. একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
৮. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ ’
৯. একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান ’
১০. পূর্বদিগন্তে সূর্য উঠেছে গীতিকার : গোবিন্দ হালদার’ সুরকার : সমর দাস ’

১১. নোঙ্গর তোলো, তোলো গীতিকার : নইম গহর সুরকার : সমর দাস ’
১২. মুক্তির মন্দির সোপানতলে গীতিকার : মোহিনী চৌধুরী সুরকার : কৃষ্ণচন্দ্র দে ’
১৩. আমি বাংলায় গান গাই গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়’ ’
১৪. এই পদ্মা, এই মেঘনা গীতিকার ও সুরকার : আবু জাফর ’ . সোনা, সোনা, সোনা; লোকে বলে সোনা গীতিকার ও সুরকার : আবদুল লতিফ ’
১৫. ধনধান্যে পুষ্পে ভরা গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায় ’

১৬. সালাম সালাম হাজার সালাম গীতিকার : ফজলে খোদা সুরকার : আবদুল জব্বার ’
১৭.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় : গীতিকার : আবদুল লতিফ ’
১৯. কারার ঐ লৌহকপাট গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম’ ’
২০. ভয় কী মরণে রাখিতে সন্তানে গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস ’

২১. যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা গীতিকার : নাসিম খান সুরকার : সেলিম আশরাফ
২২. সব কটা জানালা খুলে দাও না গীতিকার : নজরুল ইসলাম বাবু সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল ’
২৩. সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল ’
২৪. সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি ’
২৫. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি ’

২৬. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার গীতিকার : নইম গহর সুরকার : অজিত রায় ’
২৭. শোনো একটি মুজিবরের থেকে গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : অংশুমান রায় ’
২৮. জনতার সংগ্রাম চলবেই গীতিকার : সিকান্দার আবু জাফর সুরকার : শেখ লুতফর রহমান ’ ২৯. রক্ত দিয়ে নাম লিখেছি গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ সুরকার : সুজেয় শ্যাম ’
৩০. সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে? গীতিকার ও সুরকার : মকসেদ আলি খান সাঁই ’

৩১. বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ ’ গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : শ্যামল মিত্র ’
৩২. বিচারপতি তোমার বিচার করবে যারা গীতিকার ও সুরকার : সলিল চৌধুরী ’
৩৩. ও মাঝি নাও ছাইড়া দে গীতিকার : এসএম হেদায়েত সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল ’
৩৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গীতিকার : আবদুল গাফফার চৌধুরী সুরকার : আলতাফ মাহমুদ ’
৩৫. মা গো, ভাবনা কেন? গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার ’সুরকার : সমর দাস
========================================================================

বিবিধ

========================================================================
১.বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ?
উত্তরঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২. প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তরঃ ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
৩.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।
৪. বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি?
উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
৫. বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ নুরজাহান বেগম।
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ   সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে ।
৭. বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?
উত্তরঃ  শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৮. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?
উত্তরঃ বরেন্দ্র যাদুঘর ।
৯. সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে?
উত্তরঃ শায়েস্তা খান ।
১০. ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?
উত্তরঃ সুবেদার ইসলাম খান ।

১১. কুতুব মিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লীতে।
১২. ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।
১৩.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ১৭ বার।
১৪. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
১৫.“দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ সম্রাট আকবর   ।
১৬. বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ?
উত্তরঃ  দোলাই খাল বা দোলাই নদী।
১৭.লাল কেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৮. তাজমহলের নির্মাতা কে ?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৯. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ?
উওরঃ  শিবাজী।
২০.বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন কে?
উত্তরঃ হুমায়ুন।

২১. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।
২২. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়?
উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।
২৩.উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?
উত্তরঃ হুসেইন মুহাম্মদ এরশাদ ।
২৪. প্রথম জেলা গঠিত হয় কবে?
উত্তরঃ  ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।
২৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে ?
উত্তরঃ সচিব।
২৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
২৭.বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তরঃ সুরাইয়া বেগম ।
২৮. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ?
উত্তরঃ গারো পাহাড়।
২৯.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ তাজিনডং।
৩০. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ  সুন্দর বনের দক্ষিণ উপকূলে।

৩১.ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ হেরোডোটাসকে  ।
৩২. প্রথম কাগজ আবিস্কৃত হয় কোথায় ?
উত্তরঃ চীনে।
৩৩. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ভারতের বিজয়লক্ষী পন্ডিত।
৩৪. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করে কবে ?
উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান মিশনে)।
৩৫. মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে?
উত্তরঃ নোবেল বিজয়ী ওয়েন ক্যাসিন।
৩৬.প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো?
উত্তরঃ  ১৩ টি দেশ।
৩৭.বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন ?
উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।
৩৮.নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ সিঙ্গাপুর ।
৩৯. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ?
উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র) ।
৪০. জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে ?
উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন) ।

৪১. প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ ফ্রোয়েবল।
৪২.কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয়  ?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে ।
৪৩. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি ?
উত্তরঃ হযরত আলী (রাঃ) ।
৪৪. বাংলাদেশের সংবিধান কি ধরনের?
উত্তরঃ  লিখিত সংবিধান ।
৪৫. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ  শেখ মুজিবুর রহমান  ।
৪৬. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ?
উত্তরঃ  রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।
৪৭ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ?
উত্তরঃ  স্যার সৈয়দ আহমাদ খান।
৪৮. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তরঃ  ফখরুদ্দিন মুবারক শাহ্।
৪৯.  আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ  নেদারল্যান্ডের হেগ শহরে।
৫০. গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
উত্তরঃ  গ্রীসে।

৫১. দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র
আবিস্কৃত হয়েছে কতটি?
উত্তর : ২৩টি।
৫২. মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?
উত্তর : ১৯৬১ সালে।
৫৩. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত
হয় কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
৫৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
প্রবর্তিত হয় কত সালে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৫৫. ইসরাইলের রাজধানীর নাম কি?
উত্তর : জেরুজালেম।
৫৬. সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের
নাম কি ছিল?
উত্তর : বাথ পার্টি।
৫৭. সুদানের দারফুরে যুদ্ধরত আরব
মিলিশিয়া বাহিনীর নাম কি?
উত্তর : জানজাবিদ।
৫৮. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিসমার্ক।
৫৯. নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে
অবসর নেন কত সালে?
উত্তর : ১৯৯৯ সালে।
৬০. মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মাদার তেরেসা।

৬১. গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের
নাম কি?
উত্তর : মাও সেতুং।
৬২. পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।

৬৩। যুদ্ধোত্তর বাংলাদেশ : বদরুদ্দীন ওমর
৬৪। বিদেশী সাংবাদিকদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ : মাহবুব কামাল অনূদিত, (তাজমহল বুক ডিপো);(অনন্যা, ১৯৯৫)
৬৫। চিত্রসাংবাদিকদের ক্যামেরায় মুক্তিযুদ্ধ: রবিন সেনগুপ্ত
৬৬। চরমপত্র : এম আর আখতার মুকুল
৬৭। একাত্তরের ডায়েরী: বেগম সুফিয়া কামাল
৬৮। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) : মুনতাসীর মামুন
৬৯। ভিনকোয়েস্ট জেনারেল : মুনতাসীর মামুন
৭০। মুক্তিযুদ্ধ কোষ (১-৫ খন্ড) : মুনতাসীর মামুন সম্পাদিত
(মূল্য দেড় হাজার টাকা,প্রাপ্তিস্থান সাগর পাবলিশার্স, বেইলী রোড)

৭১। মুক্তিযুদ্ধ কোষ (১-৪ খন্ড) : আফসান চৌধুরী সম্পাদিত
(মূল্য ২৮০০ টাকা,প্রাপ্তিস্থান মুক্তিযুদ্ধ যাদুঘর এবং সাগর পাবলিশার্স)
৭২। ঘাতকের দিনলিপি : রমেন বিশ্বাস
৭৩। স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া, মোঃ আব্দুল হান্নান, পুর্বা প্রকাশনী
৭৪। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, সংকলন ও সম্পাদনা ফরিদ কবির, মাওলা ব্রাদার্স
৭৫। স্বাধীনতার বাইশ বছর, মেজর রফিকুল ইসলাম পিএসসি, কাকলী প্রকাশনী
৭৬। স্মৃতি ১৯৭১, সম্পাদনাঃ রশীদ হায়দার, বাংলা একাডেমী
৭৭। স্মৃতি অম্লান ১৯৭১, আবুল মাল আব্দুল মুহিত, সাহিত্য প্রকাশ
৭৮। স্মৃতিময় ‘৭১, হেনা দাস, সাহিত্য প্রকাশ
৭৯। Contribution of India in The War of Liberation of Bangladesh,
Salam Azad, Ankur Prakashani
৮০। Mujibnagar Government Documents 1971,
For: Prof. Salahuddin Ahmed ed. Dr. Sukumar Biswas, Maola Brothers

৮১। ৭১ এর দশ মাস- রবীন্দ্রনাথ ত্রিবেদী; (কাকলী প্রকাশনী)
৮২। মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন- মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত, (অনন্যা)
৮৩। মুক্তিযুদ্ধ মুক্তির জয়- সুফিয়া কামাল
৮৪। মুক্তিযুদ্ধঃ আগে ও পরে- পান্না কায়সার
৮৫। রক্তভেজা একাত্তর- মেজর (অব) হাফিজ উদ্দন আহমেদ।
৮৬। বুকের ভিতর আগুন : জাহানারা ইমাম
৮৭। বিদায় দে মা ঘুরে আসি : জাহানারা ইমাম
৮৮। অফ ব্লাড অ্যান্ড ফায়ার : জাহানারা ইমাম
৮৯। ইতিহাসের রক্ত পলাশ : আবদুল গাফ্ফার চৌধুরী
৯০। আমরা বাংলাদেশী না বাঙালী : আবদুল গাফ্ফার চৌধুরী

৯১। বাংলাদেশ কথা কয় : আবদুল গাফ্ফার চৌধুরী
৯২। যাপিত জীবন : সেলিনা হোসেন
৯৩। মুক্তিযুদ্ধের আগে ও পরে : পান্না কায়সার
৯৪। হৃদয়ে বাংলাদেশ : পান্না কায়সার
৯৫। সেই সব পাকিস্তানী : মুনতাসীর মামুন
৯৬। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : গাজীউল হক
৯৭। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস : আহমদ মজহার
৯৮। মুক্তিযুদ্ধের সাহিত্য : আহমেদ মাওলা
৯৯। আমি বীরঙ্গনা বলছি : নীলিমা ইব্রাহীম
১০০। অপহৃত বাংলাদেশ : আনিসুর রহমান
======================================================================== উৎসঃ http://www.currentmemory.com/?p=1898
            http://bhinno.com/archives/20376

সাধারন জ্ঞান প্রশ্ন উত্তর || কিছু সংখিপ্ত শব্দের পূর্ণরূপ পর্ব-১

Saturday, January 7, 2017

জানার কোন শেষ নেই, আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি কিছু কিছু সংখিপ্ত শব্দের পূর্ণরূপ, এক নজর দেখেনিন কাজে দিতে পারে যে কোন সময় 

========================================================================

১। GPA,5 - এর পূর্ণরূপ—Grade point Average
২। J.S.C - এর পূর্ণরূপ — Junior School Certificate.
৩। J.D.C - এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
৪। S.S.C - এর পূর্ণরূপ — Secondary School Certificate.
৫। H.S.C - এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
৬। A.M - এর পূর্ণরূপ — Ante meridian.
৭। P.M - এর পূর্ণরূপ — Post meridian.
৮। B. A - এর পূর্ণরূপ — Bachelor of Arts.
৯। B.B.S - এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
১০। B.S.S - এর পূর্ণরূপ — Bachelor of Social Science.
---
১১। B.B.A - এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A - এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১৩। B.C.S - এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
১৪ । M.A. - এর পূর্ণরূপ — Master of Arts.
১৫। B.Sc. - এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. - এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. - এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M.B.B.S. - এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
২০। M.D. - এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.
-----
২১। M.S. - এর পূর্ণরূপ — Master of Surgery.
২২। Ph.D./ D.Phil. - এর পূর্ণরূপ — Doctor of Philosophy (Arts & Science)
২৩। D.Litt./Lit. - এর পূর্ণরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
২৪। D.Sc. - এর পূর্ণরূপ — Doctor of Science.
২৫। B.C.O.M - এর পূর্ণরূপ — Bachelor of Commerce.
২৬। M.C.O.M - এর পূর্ণরূপ — Master of Commerce.
২৭। B.ed - এর পূর্ণরূপ — Bachelor of education.
২৮। Dr. - এর পূর্ণরূপ — Doctor.
২৯। Mr. - এর পূর্ণরূপ — Mister.
৩০। Mrs. - এর পূর্ণরূপ — Mistress.
-----
৩১। M.P. - এর পূর্ণরূপ — Member of Parliament.
৩২। M.L.A. - এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
৩৩। M.L.C - এর পূর্ণরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. - এর পূর্ণরূপ — Prime Minister.
৩৫। V.P - এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.
৩৯। S.P- এর পূর্ণরূপ — Superintendent of police
৪০। S.I - এর পূর্ণরূপ — Sub Inspector Police.

তথ্যসূত্রঃ ফেইসবুক
লেখকঃ প্রধান শিক্ষিকা,অভনয়গর,যশোর।

SSC suggestion 2017 || English 1st Parer Suggestion

Thursday, November 24, 2016



English 1st Parer Suggestion  

SSC Exam - 2017

Reading Test, Paragraph, Letter, Re-arrange, Story Writing, Describing Graphs & Chart









Health and Hygiene

Sunday, July 10, 2016

Health is the condition of our body and mind. Good health means healthy body free from diseases. Good health is freedom from disease and sickness. Without good health, we cannot do any work and we cannot improve in life. So, good health is the primary need for every one of us. It is essential for everyone to lead a happy life. If we are not in good health, we cannot concentrate on any activity in our life. There is a proverb – “Health is Wealth”. It means good health is equally valuable as any other personal possessions. We may have vast property. But lack of good health will deprive us of enjoying it. To keep our health well, we should abide by the laws of hygiene. Food, exercise, rest and sleep, regular habits, neatness and cleanliness, air and light, punctuality and peace of mind are the primary conditions for good health. Hence, we should eat healthy food and take a balance diet. We should eat all kinds of food at an equal amount. Taking excess of a single type of food may also cause various problems. Every day we should take exercise in morning and evening. We should be regular in all our daily duties. We should be neat and clean. Dirty and unclean surroundings create an adverse effect on our mind. So it is our duty to keep our surroundings and dwelling areas neat and clean. We should let fresh air and light into our houses. We should be punctual in all our daily duties. Peace of mind is another condition for good health. So, we should not worry over small things of life. Labour must be followed by rest. There is an old saying-"Early to bed and early to rise, makes a man healthy, wealthy and wise" So we must not keep late hours. We should go to bed early at night and rise early in the. It is true that health is the best wealth. But it is a matter of fact that most of us do not realize it. Hence they are falling prey to many kinds of disease. Thus proper food and hygiene in our daily life can lead to a lifetime habit towards a healthy extended life.

Tense মনে রাখার সবচেয়ে সহজ কৌশলটি আপনার জানা আছে কি?

Sunday, June 12, 2016


ইংরেজি শেখার প্রথম ও প্রধান ধাপ হল Tense. এই Tense আয়ত্ত করতে পারলেই  খুব সহজে ইংরেজি শেখা যায়। কিন্তু Tense মনে রাখা সহজ নয়। অনেকেরই অভিযোগ Tense মনে থাকে না। তাই আমাদের আজকের আয়োজনে থাকছে Tense মনে রাখার সবচেয়ে সহজ কৌশল। চলুন জেনে নিই কৌশল গুলো।



Tense
Tense

প্রথমে এক নজরে সম্পূর্ণ Tense এর ধারনাঃ

1. INDEFINITE
Present(বর্তমান):- Verb Present form (ই/অ/এ)গঠনঃ subject + v1 + extension
Past(অতীত):- Verb past form(বাংলা ক্রিয়ার মধ্যে ল, নি, তাম, তেন, থাকে) গঠনঃ subj + v2 + extension
Future(ভবিষ্যৎ):- Verb present form(বাংলা ক্রিয়ার মধ্যে ‘ব’ থাকে) গঠনঃ subj + shall/will +extension

2. CONTINUOUS
✏ Present(বর্তমান):- am, is, are (তে/চ্ছ)
✎ Past(অতীত):- was, were(তেছিলাম/তেছিলেন/তেছিলে/তেছিল)
✐Future(ভবিষ্যৎ):- Shall be (তেথাকিব/তেথাকিবেন/তেথাকিবে )

3. PERFECT
✏ Present(বর্তমান):- have, has(য়া/য়ে)
✎ Past(অতীত):- had (য়াছিল/য়াছিলেন/য়াছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have/will have (ইয়াথাকিব/য়াথাকিবে/য়াথাকিবেন)

4. PERFECT CONTINUOUS
✏ Present(বর্তমান):- have been,has been,(তে/চ্ছ/ধরিয়া/ধরে/যাবত/হইতে/থেকে)
✎ Past(অতীত):- had been(তেছিল/তেছিলেন/তেছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have been / will have been ( তেথাকিবে/তেথাকিব/তেথাকিবেন)

বিস্তারিতঃ
——-
TENSE বা কাল’
ক্রিয়ার কাল কে Tense বলা হয় ৷অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।

Example:–

1.I eat rice. (present) আমি ভাত খাই ৷ (বর্তমান)

2.I ate rice. (past) আমি ভাত খেয়েছিলাম৷ (অতীত)

3.I will eat rice. (future) আমি ভাত খাবো৷ (ভবিষ্যত)

এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।

Types of Tense: (Tense এর প্রকার)

Tense কে তিন ভাগে ভাগ করা যায় ৷

1.present tense (বর্তমান কাল). (what are you presently doing )

2.Past Tense (অতীত কাল) .(What you did some time back).

3.Future Tense (ভবিষ্যত কাল). (What you will do some time later).

এদের প্রত্যেক কে আবার চারভাগে ভাগ করা যায় …..

1.Indefinite Tense (সাধারণ কাল)

2.Continuous Tense (ঘটমান কাল)

3.Perfect Tense (পুরাঘটিত কাল)

4.Perfect Continuous Tense (পুরাঘটিত বর্তমান কাল)

PRESENT TENSE (বর্তমান কাল)
⚊⚊⚊⚊⚊0000⚊⚊⚊⚊⚊⚊⚊
Present Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বাচিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।

শব্দ দেখে Present Indifinte Tense চেনার উপায়: Always (সর্বদা) , Regularly (নিয়মিত) , Sometimes (মাঝেমাঝে), Often (প্রায়ই, খুবই নিয়মিত) , Generally (সাধারণত), Daily (দৈনিক) , Everyday (প্রতিদিন), Occasionally (মাঝে মাঝে, নিয়মিত নয়), Usually (সাধারণত) , Normally (সাধরণত) শব্দগুলো কোন বাক্যে থাকলে তা Present Indifinte Tense হবে।

Structure:
——————-
Subject + Main Verb + Object.

মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়।

উদাহরণ :– আমি ভাত খাই – I eat rice.

⛧ আমি স্কুলে যাই – I go to school.

⛧ সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.

⛧ তুমি বই পড় – You read a book.

⛧ সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.

⛧ সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.

⛧ পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centegrade.

Note – Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে verb এর শেষে s বা es বসে।

মনে রেখো –

1. I/we – First Person

2. You/your – Second person
He/she ,it, they সমস্ত নাম – Third Person

PRESENT CONTINIOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।

Structure:
——————-

Subject + be verb বা Am/is/are (number ও person অনুযায়ী বসবে) + verb + ing + object.
???? Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাইতেছি – I am eating rice.

⛧ আমি স্কুলে যাইতেছি – I am going to school.

⛧ সে স্কুলে যাইতেছে – He is going to school.

⛧ তুমি/ তোমরা বই পড়িতেছ – You are reading book.

⛧ আমি আজ রাতে আংরাইলে যাব – I am going to Angrail tonight. (Near future বা নিকট ভবিষ্যত)

⛧ আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন – Are you coming to the meeting this afternoon? (Near future)

Note – I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।

 PRESENT PERFECT TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।

বাংলায় চিনার উপায়

বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present perfect tense হয়।

Structure:
——————-

Subject + have/has + past participle + object.
???? Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাইয়াছি – I have eaten rice.

⛧ আমি স্কুলে গিয়েছি – I have gone to school.

⛧ সে স্কুলে গিয়েছি – He has gone to school.

⛧ আমি ভাত খাইনি – I have not eaten rice.

⛧ তারা/তাহারা কাজটি করিয়াছে – They have done the work.

⛧ সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has studied for hours.

⛧ তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে – They have just played football.

⛧ সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He has just played football.

Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।

PRESENT PERFECT CONTINUOUS TENSE
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।

Structure:
——————-

Subject + has been/have been + main verb + ing + since/from/for + object.
???? Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-

আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for two days.

⛧ সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been reading for two hours. (নির্দিষ্ট সময়)

⛧ সে সকাল থেকে পড়িতেছে– He has been reading since mourning.

⛧ সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He/She has been reading in this school for three years.

⛧ ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে – He has been living here from his boyhood.

⛧ ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে – Fahim has been suffering from fever since sunday last.

Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have been বসবে।

Note – এক্ষেত্রে since ব্যাবহার হবে শুধুমাত্র point of time (past tense) এর ক্ষেত্রে।

দিন কিংবা বার এর ক্ষেত্রে since or from হয়।

সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার করা যায়।

অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন ব্যাক্তিগত ক্ষেত্রে from ব্যাবহার হয়।
Period of time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার হয়।

PAST TENSE (অতীত কাল)
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊000⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
 PAST INDEFINITE TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন)

Structure:
——————-

Subject + past form of main verb + object.
???? Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.

⛧ আমি স্কুলে গিয়েছি/গিয়েছিলাম – I went to school.

⛧ সে স্কুলে গিয়েছে/গিয়েছিল – He went to school.

⛧ তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.

⛧ তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his boyhood in London.

⛧ লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song.

⛧ সে ফুটবল খেলেছিল – He played football.

Note – Past indefinite tense যুক্ত কোন sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার হবে।

 PAST CONTINUOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।

☕ Structure:
——————-

Subject + was/were + main verb + ing + object.
???? Subject-এর পর person ও number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.

⛧ সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.

⛧ তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.

⛧ গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.

⛧ আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.

Note – subject first person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে।

 PAST PERFECT TENSE :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।

☕ Structure:
——————-
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
???? Subject-এর পর had বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.

⛧ আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.

⛧ ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.

⛧ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.

⛧ ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.

⛧ বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.

 PAST PERFECT CONTINUOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –

ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।

খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।

গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।

☕ Structure:
——————-
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
???? Subject-এর পর had been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-
সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.

⛧ ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were playing before the bell rang.

⛧ আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.

⛧ তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – your mother had been waiting for you when you went to your friend’s home.

সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.

FUTURE TENSE (ভবিষ্যত কাল)
========0000=======
FUTURE INDEFINITE TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

☕ Structure:
——————-
Subject + shall/will + verb + object
???? Subject-এর পর person ও number অনুসারে shall বা will বসে এবং মূল verb-এর present form ব্যবহূত হয়।

✐ Example:
——————-
আমি কাজটি করিব- I will/shall do the work.

⛧ তারা কাজটি করিবে- They will/shall do the work.

⛧ আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school.

⛧ সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school.

⛧ তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market.

Note – সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে।

FUTURE CONTINUOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

☕ Structure:
——————-
Subject + shall be/will be + main verb + ing + object.
???? Subject-এর পর person ও number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-
আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.

⛧ আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.

⛧ তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.

⛧ সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.

⛧ তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.

⛧ তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.

FUTURE PERFECT TENSE :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।

☕ Structure:
——————-
1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object.
???? Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।

✐ Example:
——————-
বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব – I shall have done the work before my father comes.

⛧ আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.

⛧ তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.

⛧ তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.

FUTURE PERFECT CONTINUOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।
ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

☕ Structure:
——————-
Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.
???? Subject-এর পর shall have been বা will have been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-
তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.

⛧ বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.

⛧ তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.

⛧ সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর রবীন্দ্রভারতি বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Rabindrabharati university for four years before he gets degree.


Lorem

Please note: Delete this widget in your dashboard. This is just a widget example.

Ipsum

Please note: Delete this widget in your dashboard. This is just a widget example.

Dolor

Please note: Delete this widget in your dashboard. This is just a widget example.