জুনিয়র স্কুল সার্টিফিকেট
(জেএসসি) ও জুনিয়র দাখিল
সার্টিফিকেট (জেডিসি)
পরীক্ষার সময় সূচি প্রকাশ করেছে
শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১
নভেম্বর পরীক্ষা শুরু হবে। চলবে ১৮
নভেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে
পরীক্ষা শুরু হবে। পরীক্ষায়
সায়েন্টিফিক ক্যালকুলেটর ও
মোবাইল ফোন নিয়ে যাওয়া
যাবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য
সবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল
ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এবারে প্রায় ২০ লাখ শিক্ষার্থী
পরীক্ষায় অংশ নেবে।
জেএসসির সময় সূচি
১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২
নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩
নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৪
নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৫
নভেম্বর তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি, ৮ নভেম্বর গণিত/
সাধারণ গণিতের পরীক্ষ হবে।
জেএসসিতে ৯ নভেম্বর ইসলাম ও
নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও
নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও
নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও
নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা
নির্ধারিত রয়েছে।
১১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব
পরিচয়, ১২ নভেম্বর শারীরিক
শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর
বিজ্ঞান, ১৬ নভেম্বর কর্ম ও
জীবনমুখী শিক্ষা বিষয়ের
পরীক্ষা হবে।
আর ১৭ নভেম্বর কৃষি শিক্ষা,
গার্হস্থ বিজ্ঞান, আরবি, সংষ্কৃত,
পালি এবং ১৮ নভেম্বর হবে চারু ও
কারুকলা বিষয়ের পরীক্ষা।
জেডিসির সূচি
১ নভেম্বর কুরআন মাজীদ ও
তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও
ফিকহ, ৩ নভেম্বর বাংলা
প্রথমপত্র, ৪ নভেম্বর বাংলা
দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিষয়ের
পরীক্ষা হবে।
৮ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৯
নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ১১
নভেম্বর আরবি প্রথমপত্র, ১২
নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৪
নভেম্বর গণিত, ১৫ নভেম্বর কর্ম ও
জীবনমুখী শিক্ষা, শারীরিক
শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের
পরীক্ষা রয়েছে।
সূচিতে ১৬ নভেম্বর সামাজিক
বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব
পরিচয়, ১৭ নভেম্বর সাধারণ
বিজ্ঞান (শুধু অনিয়মিত),
বিজ্ঞান, বিজ্ঞান ও তথ্য
যোগাযোগ প্রযুক্তি (শুধু
অনিয়মিত) এবং ১৮ নভেম্বর কৃষি
শিক্ষা, গার্হ্যস্থ অর্থনীতি (শুধু
অনিয়মিত) এবং গার্হ্যস্থ
বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময় সূচী প্রকাশ।
Monday, August 17, 2015
Subscribe to:
Post Comments (Atom)
Lorem
Please note:
Delete this widget in your dashboard. This is just a widget example.
Ipsum
Please note:
Delete this widget in your dashboard. This is just a widget example.
Dolor
Please note:
Delete this widget in your dashboard. This is just a widget example.
0 comments:
Post a Comment