Icon

Delete this widget in your dashboard. This is just an example.

Academic

Delete this widget in your dashboard. This is just an example.

Care

Delete this widget in your dashboard. This is just an example.
 

সাধারন জ্ঞান, জানার আছে অনেককিছু ।। কুইজ এর প্রশ্ন ও উত্তর

Monday, January 9, 2017

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঐতিহাসিক স্থান, স্থাপনা, নদ-নদীর সংযোগ স্থল, কৃষি বিষয়ক কিছু গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য, দেশের গানের গীতিকার ও সুরকার ও বিবিধ বিষয়ে সাধারন জ্ঞানের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন। 


জানার আছে অনেককিছু


বিষয়ঃ I.C.T (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) 

========================================================================
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
.
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names
And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর
ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম
রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
.
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ
কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা
কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
.
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
.
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
.
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে
র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
.
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
.
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
========================================================================


বিষয় >>> কৃষি বিষয়ক কিছু গবেষণা প্রতিষ্ঠান 

========================================================================

1. বাংলাদেশ রাবার বোর্ড – চান্দগাঁও, চট্টগ্রাম !
2. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট – জয়দেবপুর, গাজীপুর
3. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট – জয়দেবপুর, গাজীপুর
4. তৈলবীজ গবেষণা কেন্দ্র – জয়দেবপুর, গাজীপুর
5. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট – মানিক মিয়া এভিনিউ, ঢাকা
6. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট – সাভার, ঢাকা !
7. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট – ঈশ্বরদী,পাবনা !
8. বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র -ঈশ্বরদী,পাবনা !
9. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট – শ্রীমঙ্গল,মৌলভীবাজার !
10. বাংলাদেশ রেশম গবেষণা ওপ্রশিক্ষণ ইনস্টিটিউট – রাজশাহী !

11. বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র -চাঁপাইনবাবগঞ্জ !
12. বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র – নশিপুর,দিনাজপুর !
13. বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র – শিবগঞ্জ,বগুড়া !
14. বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ ইনস্টিটিউট – নরসিংদী !
15. বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট – ময়মনসিংহ

========================================================================


বিষয় >>> বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য

=======================================================================
(1)শহীদ মিনার —ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গন — হামিদুর রহমান
(2)জাতীয় স্মৃতি সৌধ —সাভার,ঢাকা — সৈয়দ মইনুল হোসেন
(3)জাতীয় সংসদ ভবন —শেরে বাংলানগর, ঢাকা _মিঃ লুই আইকান
(4)অপরাজেয় বাংলা —কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় —সৈয়দ আব্দুল্লাহ খালেদ
(5)অমর একুশে — জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সাভার — জাহানারা পারভীন

(6)সাবাস বাংলাদেশ —রাজশাহী বিশ্ববিদ্যালয় —নিতুন কুন্ডু
(7)স্বোপার্জিতস্বাধীনতা — টিএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয় —শামীম সিকদার
(8)শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ — মীরপুর, ঢাকা —মোস্তফা হারুন কুদ্দুস
(9)শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ —মীরপুর, ঢাকা (২) — ফরিদ উদ্দিন আহমেদ
(10)জাতীয় যাদুঘর —শাহবাগ, ঢাকা — মোস্তফা কামাল

(11)কমলাপুর রেল স্টেশন_কমলাপুর, ঢাকা — মিঃ বব বুই
(12)স্বাধীনতা — কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা —হামিদুজ্জামান খান
(13)শাপলা চত্বর —মতিঝিল, ঢাকা — আজিজুল জলিল পাশা
(14)জাগ্রত চৌরঙ্গী —জয়দেবপুর চৌরাস্তা, গাজিপুর_ আবদুর রাজ্জাক
(15)মুজিবনগর স্মৃতিসৌধ_মুজিবনগর, মেহেরপুর —তানভীর কবির
========================================================================


বিষয়  >>> নদ-নদীর সংযোগ স্থল 

========================================================================
১. পদ্মা+যমুনা = গোয়ালন্দে (রাজবাড়ী) পদ্মা নাম ধারণ করেছে।
২.পদ্মা +মেঘনা = চাঁদপুরে মেঘনা নাম ধারণ করেছে। .
৩.তিস্তা+ব্রক্ষপুত্র = গাইবান্ধায় ব্রহ্মপূত্র নামধারণ করেছে।
৪.ধলেশ্বরী+শীতলক্ষ্যা = নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নাম ধারণ করেছে।
৫.যুমনা+বাঙ্গালী = বগুড়ায় যমুনা নাম ধারণ করেছে।

৬.মেঘনা+পুরাতন ব্রহ্মপূত্র =কিশোরগঞ্জের ভৈরব বাজারে মেঘনা নাম ধারণ করেছে।
৭.সুরমা+কুশিয়ারা = মৌলভী বাজারের আজমিরিগঞ্জে মেঘনা নাম ধারণ . ========================================================================


বিষয় >>> ঐতিহাসিক স্থান, স্থাপনা

 =======================================================================
১. আফগান দুর্গ যেখানে অবস্থিত — ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
২. আহসান মঞ্জিল নির্মাণ করেন — নবাব আব্দুল গনি।
৩. মহাস্থানগড়ের যে যুগের শিলালিপি পাওয়া গেছে — মৌর্য যুগের।
৪. সোমপুর বিহার যেখানে অবস্থিত — নওগাঁ জেলার পাহাড়পুরে।
৫. পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত — সোমপুর বিহার।

৬. সত্য পীরের ভিটাযেখানে অবস্থিত — নওগাঁ জেলার সোমপুর বিহারে।
৭. শালবন বিহার যেখানে অবস্থিত — কুমিল্লা জেলার ময়নামতিতে।
৮. শালবন বিহার তৈরী করেন — রাজাধিরাজ ভবদেব।
৯. আনন্দ বিহার যেখানেঅবস্থিত — কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
১০. আনন্দ বিহার তৈরী করেন — রাজা আনন্দ দেব।

১১. বাংলাদেশের প্রাচীন শহর — পুণ্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
১২. মহাস্থানগড় যে জেলায় অবস্থিত — বগুড়া জেলায়।
১৩. খোদার পাথর ভিটা যেখানে অবস্থিত — মহাস্থানগড়।
১৪. বৈরাগীর ভিটা যেখানে অবস্থিত — মহাস্থানগড়।
১৫. বৈরাগীর চাল যেখানে অবস্থিত — গাজিপুর জেলায়।

১৬. আনন্দ রাজার দীঘি যেখানে অবস্থিত — কুমিল্লার ময়নামতিতে।
১৭. রামুমন্দির যেখানেঅবস্থিত — কক্সবাজারের রামু থানায়।
১৮. উত্তরা গনভবন যেখানে — নাটোর জেলায়।
১৯. কান্তজীর মন্দির যেখানে অবস্থিত — দিনাজপুর।
২০. বাঘা জামে মসজিদ যেখানে অবস্থিত — রাজশাহীতে।

২১. পানাম নগর যেখানেঅবস্থিত — সোনারগাঁয়ে।
২২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার — সীতাকোট বিহার।
২৩. সীতাকোট বিহার অবস্থিত — দিনাজপুর।
২৪. সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল — মূঘল আমলে।
২৫. বাংলার রাজধানী সোনারগাঁয় স্থাপন করেন — ঈশা খাঁ।

২৬. সোনারগাঁ নামকরণ হয়েছে — ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
২ ৭. সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী ছিল — মহাস্থানগড়।
২৮. পাঁচ বিবির মাজার অবস্থিত — সোনারগাঁতে।
২৯. বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি অবস্থিত — সোনারগাঁতে।
৩০. সোনারগাঁয়ের পূর্ব নাম — সুবর্ণ গ্রাম।

৩১. ষাট গম্বুজ মসজিদ অবস্থিত — বাগেরহাট।
৩২. ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন — খান জাহান আলী।
৩৩. লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন — যুবরাজ মোহাম্মদ আযম।
৩৪. লালবাগ কেল্লা নির্মাণ শেষ করেন — শায়েস্তা খান।
৩৫. লালবাগ কেল্লার আদি নাম — আওরঙ্গবাদ দুর্গ।

৩৬. ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয় — ১৬১০ সালে।
৩৭. বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন — সুবেদার ইসলাম খান।
৩৮. তারা মসজিদ কোথায় অবস্থিত — পুরান ঢাকায়।
৩৯. বজরা শাহী মসজিদ অবস্থিত — নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
৪০. মুজিব নগর অবস্থিত — মেহেরপুর জেলায়।
৪১. মহামুনি বিহার কাথায় অবস্থিত — চট্টগ্রামের রাউজানে।
৪২. সোমপুর বিহার তৈরী করেন — শ্রী ধর্মপাল দেব।
========================================================================

 ✿ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ✿

 বাংলাদেশের_মৎস্য গবেষণা ইনস্টিটিউট = ৩টি যথা:
● (১) স্বাদু পানির মাছ গবেষণা ইনস্টিটিউট (ময়মনসিংহ) .
● (২) সামুদ্রিক পানির মাছ গবেষণা ইনস্টিটিউট (কক্সবাজার) .
● (৩) ইলিশ ও নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট (চাঁদপুর)
✿_________ ✿
========================================================================

বিষয় >>> দেশের গানের গীতিকার ও সুরকার  

========================================================================
১. জয় বাংলা, বাংলার জয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ .
২. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ .
৩. একতারা, তুই দেশের কথা বল রে এবার বল গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ .
৪. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল .
৫. একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার দল? গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল .

৬. মোরা একটি ফুলকে বাঁচাব বলে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ .
৭. একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
৮. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ ’
৯. একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান ’
১০. পূর্বদিগন্তে সূর্য উঠেছে গীতিকার : গোবিন্দ হালদার’ সুরকার : সমর দাস ’

১১. নোঙ্গর তোলো, তোলো গীতিকার : নইম গহর সুরকার : সমর দাস ’
১২. মুক্তির মন্দির সোপানতলে গীতিকার : মোহিনী চৌধুরী সুরকার : কৃষ্ণচন্দ্র দে ’
১৩. আমি বাংলায় গান গাই গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়’ ’
১৪. এই পদ্মা, এই মেঘনা গীতিকার ও সুরকার : আবু জাফর ’ . সোনা, সোনা, সোনা; লোকে বলে সোনা গীতিকার ও সুরকার : আবদুল লতিফ ’
১৫. ধনধান্যে পুষ্পে ভরা গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায় ’

১৬. সালাম সালাম হাজার সালাম গীতিকার : ফজলে খোদা সুরকার : আবদুল জব্বার ’
১৭.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় : গীতিকার : আবদুল লতিফ ’
১৯. কারার ঐ লৌহকপাট গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম’ ’
২০. ভয় কী মরণে রাখিতে সন্তানে গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস ’

২১. যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা গীতিকার : নাসিম খান সুরকার : সেলিম আশরাফ
২২. সব কটা জানালা খুলে দাও না গীতিকার : নজরুল ইসলাম বাবু সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল ’
২৩. সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল ’
২৪. সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি ’
২৫. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি ’

২৬. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার গীতিকার : নইম গহর সুরকার : অজিত রায় ’
২৭. শোনো একটি মুজিবরের থেকে গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : অংশুমান রায় ’
২৮. জনতার সংগ্রাম চলবেই গীতিকার : সিকান্দার আবু জাফর সুরকার : শেখ লুতফর রহমান ’ ২৯. রক্ত দিয়ে নাম লিখেছি গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ সুরকার : সুজেয় শ্যাম ’
৩০. সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে? গীতিকার ও সুরকার : মকসেদ আলি খান সাঁই ’

৩১. বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ ’ গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : শ্যামল মিত্র ’
৩২. বিচারপতি তোমার বিচার করবে যারা গীতিকার ও সুরকার : সলিল চৌধুরী ’
৩৩. ও মাঝি নাও ছাইড়া দে গীতিকার : এসএম হেদায়েত সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল ’
৩৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গীতিকার : আবদুল গাফফার চৌধুরী সুরকার : আলতাফ মাহমুদ ’
৩৫. মা গো, ভাবনা কেন? গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার ’সুরকার : সমর দাস
========================================================================

বিবিধ

========================================================================
১.বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ?
উত্তরঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২. প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তরঃ ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
৩.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।
৪. বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি?
উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
৫. বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ নুরজাহান বেগম।
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ   সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে ।
৭. বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?
উত্তরঃ  শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৮. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?
উত্তরঃ বরেন্দ্র যাদুঘর ।
৯. সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে?
উত্তরঃ শায়েস্তা খান ।
১০. ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?
উত্তরঃ সুবেদার ইসলাম খান ।

১১. কুতুব মিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লীতে।
১২. ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।
১৩.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ১৭ বার।
১৪. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
১৫.“দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ সম্রাট আকবর   ।
১৬. বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ?
উত্তরঃ  দোলাই খাল বা দোলাই নদী।
১৭.লাল কেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৮. তাজমহলের নির্মাতা কে ?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৯. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ?
উওরঃ  শিবাজী।
২০.বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন কে?
উত্তরঃ হুমায়ুন।

২১. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।
২২. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়?
উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।
২৩.উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?
উত্তরঃ হুসেইন মুহাম্মদ এরশাদ ।
২৪. প্রথম জেলা গঠিত হয় কবে?
উত্তরঃ  ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।
২৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে ?
উত্তরঃ সচিব।
২৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
২৭.বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তরঃ সুরাইয়া বেগম ।
২৮. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ?
উত্তরঃ গারো পাহাড়।
২৯.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ তাজিনডং।
৩০. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ  সুন্দর বনের দক্ষিণ উপকূলে।

৩১.ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ হেরোডোটাসকে  ।
৩২. প্রথম কাগজ আবিস্কৃত হয় কোথায় ?
উত্তরঃ চীনে।
৩৩. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ভারতের বিজয়লক্ষী পন্ডিত।
৩৪. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করে কবে ?
উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান মিশনে)।
৩৫. মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে?
উত্তরঃ নোবেল বিজয়ী ওয়েন ক্যাসিন।
৩৬.প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো?
উত্তরঃ  ১৩ টি দেশ।
৩৭.বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন ?
উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।
৩৮.নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ সিঙ্গাপুর ।
৩৯. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ?
উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র) ।
৪০. জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে ?
উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন) ।

৪১. প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ ফ্রোয়েবল।
৪২.কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয়  ?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে ।
৪৩. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি ?
উত্তরঃ হযরত আলী (রাঃ) ।
৪৪. বাংলাদেশের সংবিধান কি ধরনের?
উত্তরঃ  লিখিত সংবিধান ।
৪৫. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ  শেখ মুজিবুর রহমান  ।
৪৬. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ?
উত্তরঃ  রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।
৪৭ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ?
উত্তরঃ  স্যার সৈয়দ আহমাদ খান।
৪৮. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তরঃ  ফখরুদ্দিন মুবারক শাহ্।
৪৯.  আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ  নেদারল্যান্ডের হেগ শহরে।
৫০. গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
উত্তরঃ  গ্রীসে।

৫১. দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র
আবিস্কৃত হয়েছে কতটি?
উত্তর : ২৩টি।
৫২. মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?
উত্তর : ১৯৬১ সালে।
৫৩. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত
হয় কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
৫৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
প্রবর্তিত হয় কত সালে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৫৫. ইসরাইলের রাজধানীর নাম কি?
উত্তর : জেরুজালেম।
৫৬. সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের
নাম কি ছিল?
উত্তর : বাথ পার্টি।
৫৭. সুদানের দারফুরে যুদ্ধরত আরব
মিলিশিয়া বাহিনীর নাম কি?
উত্তর : জানজাবিদ।
৫৮. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিসমার্ক।
৫৯. নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে
অবসর নেন কত সালে?
উত্তর : ১৯৯৯ সালে।
৬০. মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মাদার তেরেসা।

৬১. গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের
নাম কি?
উত্তর : মাও সেতুং।
৬২. পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।

৬৩। যুদ্ধোত্তর বাংলাদেশ : বদরুদ্দীন ওমর
৬৪। বিদেশী সাংবাদিকদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ : মাহবুব কামাল অনূদিত, (তাজমহল বুক ডিপো);(অনন্যা, ১৯৯৫)
৬৫। চিত্রসাংবাদিকদের ক্যামেরায় মুক্তিযুদ্ধ: রবিন সেনগুপ্ত
৬৬। চরমপত্র : এম আর আখতার মুকুল
৬৭। একাত্তরের ডায়েরী: বেগম সুফিয়া কামাল
৬৮। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) : মুনতাসীর মামুন
৬৯। ভিনকোয়েস্ট জেনারেল : মুনতাসীর মামুন
৭০। মুক্তিযুদ্ধ কোষ (১-৫ খন্ড) : মুনতাসীর মামুন সম্পাদিত
(মূল্য দেড় হাজার টাকা,প্রাপ্তিস্থান সাগর পাবলিশার্স, বেইলী রোড)

৭১। মুক্তিযুদ্ধ কোষ (১-৪ খন্ড) : আফসান চৌধুরী সম্পাদিত
(মূল্য ২৮০০ টাকা,প্রাপ্তিস্থান মুক্তিযুদ্ধ যাদুঘর এবং সাগর পাবলিশার্স)
৭২। ঘাতকের দিনলিপি : রমেন বিশ্বাস
৭৩। স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া, মোঃ আব্দুল হান্নান, পুর্বা প্রকাশনী
৭৪। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, সংকলন ও সম্পাদনা ফরিদ কবির, মাওলা ব্রাদার্স
৭৫। স্বাধীনতার বাইশ বছর, মেজর রফিকুল ইসলাম পিএসসি, কাকলী প্রকাশনী
৭৬। স্মৃতি ১৯৭১, সম্পাদনাঃ রশীদ হায়দার, বাংলা একাডেমী
৭৭। স্মৃতি অম্লান ১৯৭১, আবুল মাল আব্দুল মুহিত, সাহিত্য প্রকাশ
৭৮। স্মৃতিময় ‘৭১, হেনা দাস, সাহিত্য প্রকাশ
৭৯। Contribution of India in The War of Liberation of Bangladesh,
Salam Azad, Ankur Prakashani
৮০। Mujibnagar Government Documents 1971,
For: Prof. Salahuddin Ahmed ed. Dr. Sukumar Biswas, Maola Brothers

৮১। ৭১ এর দশ মাস- রবীন্দ্রনাথ ত্রিবেদী; (কাকলী প্রকাশনী)
৮২। মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন- মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত, (অনন্যা)
৮৩। মুক্তিযুদ্ধ মুক্তির জয়- সুফিয়া কামাল
৮৪। মুক্তিযুদ্ধঃ আগে ও পরে- পান্না কায়সার
৮৫। রক্তভেজা একাত্তর- মেজর (অব) হাফিজ উদ্দন আহমেদ।
৮৬। বুকের ভিতর আগুন : জাহানারা ইমাম
৮৭। বিদায় দে মা ঘুরে আসি : জাহানারা ইমাম
৮৮। অফ ব্লাড অ্যান্ড ফায়ার : জাহানারা ইমাম
৮৯। ইতিহাসের রক্ত পলাশ : আবদুল গাফ্ফার চৌধুরী
৯০। আমরা বাংলাদেশী না বাঙালী : আবদুল গাফ্ফার চৌধুরী

৯১। বাংলাদেশ কথা কয় : আবদুল গাফ্ফার চৌধুরী
৯২। যাপিত জীবন : সেলিনা হোসেন
৯৩। মুক্তিযুদ্ধের আগে ও পরে : পান্না কায়সার
৯৪। হৃদয়ে বাংলাদেশ : পান্না কায়সার
৯৫। সেই সব পাকিস্তানী : মুনতাসীর মামুন
৯৬। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : গাজীউল হক
৯৭। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস : আহমদ মজহার
৯৮। মুক্তিযুদ্ধের সাহিত্য : আহমেদ মাওলা
৯৯। আমি বীরঙ্গনা বলছি : নীলিমা ইব্রাহীম
১০০। অপহৃত বাংলাদেশ : আনিসুর রহমান
======================================================================== উৎসঃ http://www.currentmemory.com/?p=1898
            http://bhinno.com/archives/20376

3 comments:

buykoro said...

Buykoro.com is a new growing one of the Best online shopping mall in Bangladesh. Buykoro.com sells a different kind of premium quality and original product such as Men Fashion, Women Fashion, Kids & Mom, Home Decor, Mobile & Computer, Sports & Fitness and many more. click here> https://buykoro.com
https://www.facebook.com/buykoro

Aual said...

Nice

SenatorMart said...

See the Wonderful and Best Quality Home & Lifestyle, Fashion, Mobile, Electronics products on the Site.

Post a Comment

Lorem

Please note: Delete this widget in your dashboard. This is just a widget example.

Ipsum

Please note: Delete this widget in your dashboard. This is just a widget example.

Dolor

Please note: Delete this widget in your dashboard. This is just a widget example.