জে.এস.সি || বাংলা ২য় পত্র
অধ্যায় - ১: ভাষা
১.
মুখ নিঃসৃত ধ্বনিসমষ্টির অর্থবোধক মিলনে কী গঠিত হয়?
ক) শব্দ
খ) বাক্য
গ) ভাষা
ঘ) পদ
সঠিক উত্তর: (গ)
২.
সাধুরীতি হলো -
ক) আঞ্চলিক শব্দবহুল
খ) বিদেশি শব্দবহুল
গ) তৎসম শব্দবহুল
ঘ) তদ্ভব শব্দবহুল
সঠিক উত্তর: (গ)
৩.
বাংলা লেখ্য রীতি কয় প্রকার?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৪.
নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতি-সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক) ইঙ্গিতের সাহায্যে
খ) কন্ঠধ্বনির সাহায্যে
গ) চিত্রাঙ্কনের সাহায্যে
ঘ) ঘোষ ধ্বনির সাহায্যে
সঠিক উত্তর: (খ)
৫.
মাতৃভাষার বিবেচনায় সার বিশ্বের বাংলা ভাষার স্থান কততম?
ক) তৃতীয়
খ) চতুর্থ
গ) সপ্তম
ঘ) অষ্টম
সঠিক উত্তর: (খ)
৬.
সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক) তৎসম
খ) বিদেশি
গ) দেশি
ঘ) তদ্ভব
সঠিক উত্তর: (ক)
৭.
কয়েকটি ধ্বনির অর্থবোধক মিলনে কী গঠিত হয়?
ক) শব্দ
খ) বাক্য
গ) ভাষা
ঘ) পদ
সঠিক উত্তর: (ক)
৮.
কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী?
ক) চলিত
খ) সাধু
গ) মিশ্র
ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ক)
৯.
ভাবের বাহন কী?
ক) ভাষা
খ) সাহিত্য
গ) সংগীত
ঘ) ইতিহাস
সঠিক উত্তর: (ক)
১০.
‘চলিত ভাষায় ক্রিয়া পদ ও সর্বনাম পদ পরিবর্তিত রূপ’ লাভ করে এ কথাটি -
ক) ভিত্তিহীন
খ) অবাস্তব
গ) আংশিক সত্য
ঘ) সম্পূর্ণ সত্য
সঠিক উত্তর: (ঘ)
১১.
বাংলা লেখ্য রীতি কয় প্রকার?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
১২.
কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ?
ক) মৎস্য, হাতি
খ) হাতি, বাঘ
গ) মাছ, হস্তী
ঘ) ব্যাঘ্র, মাছ
সঠিক উত্তর: (খ)
১৩.
ভাষার রীতি কোনটি?
ক) কথা বলার রীতি
খ) লেখার রীতি
গ) বলা ও লেখার রীতি
ঘ) শ্রুতিলিপির রীতি
সঠিক উত্তর: (ক)
১৪.
বাংলাদেশের রাষ্ট্রভাষা কী?
ক) বাংলা
খ) ইংরেজি
গ) উর্দু
ঘ) হিন্দি
সঠিক উত্তর: (ক)
১৫.
বাংলা ভাষার রীতি কয়টি?
ক)
দুইটি
খ)
তিনটি
গ)
চারটি
ঘ)
পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৬.
ভাষার মৌলিক অংশ কয়টি?
ক)
দুটি
খ)
তিনটি
গ)
চারটি
ঘ)
পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১৭.
আমাদের নিকট বাংলা কী ধরনের ভাষা?
ক)
মনের ভাষা
খ)
দেশের ভাষা
গ)
মুখের ভাষা
ঘ)
মাতৃভাষা
সঠিক উত্তর: (ঘ)
১৮.
‘এদের’ কোন পদের চলিত রূপ?
ক)
বিশেষ্য
খ)
বিশেষণ
গ)
সর্বনাম
ঘ)
ক্রিয়া
সঠিক উত্তর: (গ)
১৯.
মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?
ক)
ধ্বনি
খ)
শব্দ
গ)
বাগযন্ত্র
ঘ)
ভাষা
সঠিক উত্তর: (ঘ)
২০.
বালুচ ভাষা প্রচলিত কোন দেশে?
ক)
বাংলাদেশ
খ)
ভারত
গ)
পাকিস্তান
ঘ)
মায়ানমার
সঠিক উত্তর: (খ)
২১.
সাধু ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
ক)
বিশেষ্য ও ক্রিয়াপদে
খ)
বিশেষ্য ও বিশেষণ পদে
গ)
ক্রিয়া ও সর্বনাম পদে
ঘ)
বিশেষণ ও অব্যয় পদে
সঠিক উত্তর: (গ)
২২.
আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হলো -
ক)
হিন্দি
খ)
ইংরেজি
গ)
পাঞ্জাবি
ঘ)
বাংলা
সঠিক উত্তর: (ঘ)
২৩.
বাংলা ভাষায় কত লোক কথা বলে?
ক)
দশ কোটি
খ)
পনের কোটি
গ)
পঁচিশ কোটি
ঘ)
প্রায় ত্রিশ কোটি
সঠিক উত্তর: (ঘ)
২৪.
ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় -
ক)
বর্ণমালা
খ)
ধ্বনিমূল
গ)
শব্দমূল
ঘ)
শব্দ
সঠিক উত্তর: (ঘ)
২৫.
‘গুরুগম্ভীর’ কোন ভাষারীতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
ক)
সাধু
খ)
চলিত
গ)
আঞ্চলিক
ঘ)
বিশেষ্য ও সর্বনাম পদ
সঠিক উত্তর: (গ)
২৬.
চাকমা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তার নাম -
ক)
চাকমা
খ)
চাম্মা
গ)
চাংমা
ঘ)
চর্যা
সঠিক উত্তর: (গ)
২৭.
চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক)
গুরুগম্ভীর
খ)
কৃত্রিম
গ)
পরিবর্তনশীল
ঘ)
তৎসম শব্দবহুল
সঠিক উত্তর: (গ)
২৮.
সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক)
জীবন্ত
খ)
আধুনিক
গ)
কৃত্রিম
ঘ)
পরিবর্তনশীল
সঠিক উত্তর: (গ)
২৯.
ভাষা কী?
ক)
উচ্চারণের প্রতীক
খ)
কণ্ঠের উচ্চারণ
গ)
ভাব প্রকাশের মাধ্যম
ঘ)
ধ্বনির সমষ্টি
সঠিক উত্তর: (গ)
৩০.
ভাষাকে কীসের বাহন বলা হয়?
ক)
ভাবের
খ)
অন্তরের
গ)
ধ্বনির
ঘ)
কাজের
সঠিক উত্তর: (ক)
৩১.
মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
ক)
কলমের সাহায্যে
খ)
ঠোঁটের সাহায্যে
গ)
ফুসফুসের সাহায্যে
ঘ)
বাগযন্ত্রের সাহায্যে
সঠিক উত্তর: (ঘ)
৩২.
ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কাজে কোন ভাষা ব্যবহৃত হয়?
ক)
হিন্দি
খ)
ইংরেজি
গ)
আঞ্চলিক
ঘ)
আচিক
সঠিক উত্তর: (গ)
৩৩.
কোন ভাষারীতি কথাবার্তা, বক্তৃতা ভাষণে উপযোগী নয়?
ক)
সাধু রীতি
খ)
চলিত রীতি
গ)
প্রমিত রীতি
ঘ)
আঞ্চলিক রীতি
সঠিক উত্তর: (ক)
৩৪.
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক)
উপভাষা
খ)
মিশ্র ভাষা
গ)
সাধু ভাষা
ঘ)
চলিত ভাষা
সঠিক উত্তর: (গ)
৩৫.
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে?
ক)
প্রথম
খ)
দ্বিতীয়
গ)
তৃতীয়
ঘ)
চতুর্থ
সঠিক উত্তর: (গ)
৩৬.
মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক)
শব্দ
খ)
ছবি
গ)
ইঙ্গিত
ঘ)
ভাষা
সঠিক উত্তর: (ঘ)
৩৭.
ভাষা বলতে কোনটি বোঝায়?
ক)
অর্থবোধক ধ্বনি
খ)
অর্থহীন ধ্বনি
গ)
ইশারা-ইঙ্গিত
ঘ)
ছবি
সঠিক উত্তর: (ক)
৩৮.
সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক)
গুরুগম্ভীর
খ)
গুরুচন্ডালী
গ)
অবোধ্য
ঘ)
দুর্বোধ্য
সঠিক উত্তর: (ক)
৩৯.
আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক)
বিদেশি ভাষা
খ)
চলিত ভাষা
গ)
উপভাষা
ঘ)
সাধুভাষা
সঠিক উত্তর: (গ)
৪০.
‘তবুও’ হলো -
ক)
ক্রিয়াপদের সাধুরূপ
খ)
সর্বনামের চলিত রূপ
গ)
অব্যয়ের চলিতরূপ
ঘ)
বিশেষণের সাধুরূপ
সঠিক উত্তর: (গ)
৪১.
কথ্য ভাষারীতি কয়টি ভাগে বিভক্ত?
ক)
দুটি
খ)
তিনটি
গ)
চারটি
ঘ)
পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪২.
রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলে -
ক)
মাতৃভাষা
খ)
জাতীয় ভাষা
গ)
রাষ্ট্রভাষা
ঘ)
স্বীকৃত ভাষা
সঠিক উত্তর: (গ)
৪৩.
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
ক)
লেখ্য
খ)
কথ্য
গ)
আঞ্চলিক
ঘ)
উপভাষা
সঠিক উত্তর: (ক)
৪৪.
চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক)
গুরুগম্ভীর
খ)
কৃত্রিম
গ)
পরিবর্তনশীল
ঘ)
তৎসম শব্দবহুল
সঠিক উত্তর: (গ)
৪৫.
বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?
ক)
কথ্য-লেখ্য
খ)
কথ্য-প্রমিত
গ)
প্রমিত-লেখ্য
ঘ)
লেখ্য-আঞ্চলিক
সঠিক উত্তর: (ক)
৪৬.
বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?
ক)
দুই হাজার
খ)
সাড়ে তিন হাজারের ওপর
গ)
পাঁচ হাজারের ওপর
ঘ)
সাড়ে সাত হাজারের ওপর
সঠিক উত্তর: (খ)
৪৭.
বাংলাদেশের বাইরে আর কোথায় বাংলা ভাষা প্রচলিত আছে?
ক)
পশ্চিম বঙ্গ
খ)
আসাম
গ)
ত্রিপুরা
ঘ)
সবকটি সঠিক
সঠিক উত্তর: (ঘ)
৪৮.
সাধু রীতি কেমন?
ক)
জীবন্ত
খ)
আধুনিক
গ)
কৃত্রিম
ঘ)
পরিবর্তনশীল
সঠিক উত্তর: (গ)
৪৯.
ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক)
ভাবের
খ)
অন্তরের
গ)
ধ্বনির
ঘ)
কাজের
সঠিক উত্তর: (ক)
৫০.
পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা?
ক)
২৫ কোটি
খ)
৩০ কোটি
গ)
৩৫ কোটি
ঘ)
৪০ কোটি
সঠিক উত্তর: (খ)
অধ্যায় - ২: ধ্বনি ও বর্ণ
১.
ধ্বনি তৈরিতে সহায়তা করে কোনটি?
ক)
স্বরতন্ত্রী
খ)
গলনালি
গ)
তালু
ঘ)
বাগযন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
২.
‘দ্বিত’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক)
দিততো
খ)
দিততোঁ
গ)
দিতত
ঘ)
দিততঁ
সঠিক উত্তর: (ক)
৩.
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক)
৭টি
খ)
৮টি
গ)
৯টি
ঘ)
১০টি
সঠিক উত্তর: (ক)
৪.
কোনটি অন্তঃস্থ য এর উচ্চারণ স্থান?
ক)
কন্ঠ ও তালু
খ)
কন্ঠ ও ওষ্ঠ
গ)
দন্ত ও ওষ্ঠ
ঘ)
কন্ঠ ও জিহ্বামূল
সঠিক উত্তর: (গ)
৫.
শব্দের মধ্যে স্বাধীনভাবে স্বরবর্ণের পূর্ণ রূপ বসেছে কোনটিতে?
ক)
অনেক
খ)
আকাশ
গ)
পাউরুটি
ঘ)
ঋণ
সঠিক উত্তর: (গ)
৬.
যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণরূপে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে বলে -
ক)
স্বরধ্বনি
খ)
ব্যঞ্জনধ্বনি
গ)
যৌগিক ধ্বনি
ঘ)
মৌলিক ধ্বনি
সঠিক উত্তর: (ক)
৭.
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক)
কার
খ)
ফলা
গ)
হলন্ত বর্ণ
ঘ)
সংবৃত
সঠিক উত্তর: (খ)
৮.
‘মৃন্ময়’ এর সঠিক উচ্চারণ হবে -
ক)
মৃনময়
খ)
মৃনমোয়
গ)
মৃনময়্
ঘ)
মৃনমোয়্
সঠিক উত্তর: (ক)
৯.
স্বরধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
ক)
স্বরস্বর
খ)
স্বরবর্ণ
গ)
স্বরাগম
ঘ)
স্বরলিপি
সঠিক উত্তর: (খ)
১০.
স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
ক)
স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ)
শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
গ)
সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
ঘ)
যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে
সঠিক উত্তর: (ক)
১১.
ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
ক)
কণ্ঠ
খ)
শ্বাসনালী
গ)
স্বরতন্ত্রী
ঘ)
ফুসফুস
সঠিক উত্তর: (ঘ)
১২.
ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক)
শব্দ
খ)
বর্ণ
গ)
বাক্য
ঘ)
পদ
সঠিক উত্তর: (খ)
১৩.
গঠন বিচারে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক)
দুইভাগে
খ)
তিনভাগে
গ)
চারভাগে
ঘ)
পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)
১৪.
‘শ্মশান’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক)
শঁশান্
খ)
শসান্
গ)
শোশান্
ঘ)
শোসান্
সঠিক উত্তর: (ক)
১৫.
নিচের যে শব্দে ‘এ’ এর বিকৃত উচ্চারণ হয়েছে -
ক)
একটি
খ)
কেটলি
গ)
এক
ঘ)
মেঘ
সঠিক উত্তর: (গ)
১৬.
বাংলা বর্ণামালায় স্বরবর্ণের লিখিত রূপ কতটি?
ক)
১টি
খ)
২টি
গ)
৩টি
ঘ)
৪টি
সঠিক উত্তর: (খ)
১৭.
‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’ - এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো -
ক)
বিশশাশ্
খ)
পকক
গ)
দনদো
ঘ)
তিববত
সঠিক উত্তর: (ক)
১৮.
মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক)
২টি
খ)
৫টি
গ)
৬টি
ঘ)
৭টি
সঠিক উত্তর: (ঘ)
১৯.
বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক)
১১টি
খ)
১৩টি
গ)
৩৯টি
ঘ)
৪৯টি
সঠিক উত্তর: (গ)
২০.
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক)
কার
খ)
ফলা
গ)
স্বর
ঘ)
মূল
সঠিক উত্তর: (ক)
২১.
নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণরূপ রয়েছে?
ক)
উকিল
খ)
বাউল
গ)
মৌসুমি
ঘ)
পৃথিবী
সঠিক উত্তর: (খ)
২২.
যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ক)
ঔ
খ)
ঋ
গ)
ঈ
ঘ)
অ
সঠিক উত্তর: (ক)
২৩.
বাক-প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে কী বলা হয়?
ক)
স্বরতন্ত্রী
খ)
মুখবিবর
গ)
বাগযন্ত্র
ঘ)
ফুসফুস
সঠিক উত্তর: (গ)
২৪.
ও, ঔ উচ্চারণস্থান অনুসারে বর্ণের নাম কী?
ক)
দন্ত্য বর্ণ
খ)
ওষ্ঠ্য বর্ণ
গ)
কন্ঠ্যেষ্ঠ্য বর্ণ
ঘ)
তালব্য বর্ণ
সঠিক উত্তর: (গ)
২৫.
কোনগুলো কন্ঠ্য ধ্বনি?
ক)
চ, ছ, জ, ঝ, ঞ
খ)
ক, খ, গ, ঘ, ঙ
গ)
ট, ঠ, ড, ঢ, ণ
ঘ)
ত, থ, দ, ধ, ন
সঠিক উত্তর: (খ)
২৬.
ধ্বনি তৈরির জন্য সহায়তা করে কোনটি?
ক)
স্বরতন্ত্রী
খ)
গলনালী
গ)
তালু
ঘ)
বাগযন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
২৭.
ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
ক)
ব্যঞ্জনস্বর
খ)
ব্যঞ্জনরব
গ)
ব্যঞ্জনবর্ণ
ঘ)
স্বরবর্ণ
সঠিক উত্তর: (গ)
২৮.
স্বরবর্ণের লিখিত রূপ কয়টি?
ক)
২টি
খ)
৩টি
গ)
৪টি
ঘ)
৫টি
সঠিক উত্তর: (ক)
২৯.
মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক-প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে -
ক)
ভাষা
খ)
ধ্বনি
গ)
শব্দ
ঘ)
বাক্য
সঠিক উত্তর: (খ)
৩০.
মূর্ধন্য স্বরধ্বনি কোনটি?
ক)
ট
খ)
ঋ
গ)
এ
ঘ)
ঔ
সঠিক উত্তর: (খ)
৩১.
‘ম’ অনুচ্চারিত থাকে কোন শব্দে -
ক)
স্মার্ট
খ)
স্মৃতি
গ)
স্মিত
ঘ)
স্মাইল
সঠিক উত্তর: (খ)
৩২.
‘ঙ’ - এর উচ্চারণ স্থানের নাম কী?
ক)
তালু
খ)
ওষ্ঠ
গ)
মূর্ধা
ঘ)
কন্ঠ্য
সঠিক উত্তর: (ঘ)
৩৩.
ঞ + চ এর সমন্বয়ে গঠিত যুক্তবর্ণের শব্দ হলো -
ক)
ব্যঞ্জন
খ)
তৃষ্ণা
গ)
অঞ্চল
ঘ)
যজ্ঞ
সঠিক উত্তর: (গ)
৩৪.
র-ফলা কোথায় যুক্ত হয়?
ক)
বর্ণের উপরে
খ)
বর্ণের নিচে
গ)
বর্ণের পাশে
ঘ)
বর্ণের আগে
সঠিক উত্তর: (খ)
৩৫.
‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক)
কন্ঠ্য ধ্বনি
খ)
তালব্য ধ্বনি
গ)
মূর্ধন্য ধ্বনি
ঘ)
ওষ্ঠ্য ধ্বনি
সঠিক উত্তর: (ঘ)
৩৬.
নিচের কোন শব্দের ‘অ বর্ণের উচ্চারণ বিকৃত?
ক)
গয়না
খ)
মৌন
গ)
জঞ্জাল
ঘ)
ঘর
সঠিক উত্তর: (খ)
৩৭.
ক খ গ ঘ ঙ - এর উচ্চারণ স্থান হলো -
ক)
অগ্রতালু
খ)
জিহ্বামূল
গ)
পশ্চাৎ দন্তমূল
ঘ)
অগ্র দন্তমূল
সঠিক উত্তর: (খ)
৩৮.
‘স্মরণ’ এর শুদ্ধ উচ্চারণ হবে -
ক)
শঁরন্
খ)
শোরন্
গ)
শঁরোন্
ঘ)
শোঁরোন
সঠিক উত্তর: (গ)
৩৯.
স্বরধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে বলে-
ক)
স্বররব
খ)
স্বরবর্ণ
গ)
স্বরস্বর
ঘ)
ব্যঞ্জনবর্ণ
সঠিক উত্তর: (খ)
৪০.
ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?
ক)
বর্ণ
খ)
শব্দ
গ)
পদ
ঘ)
ধ্বনি
সঠিক উত্তর: (ক)
৪১.
‘অ, ই, উ, ঋ’ - কোন ধরনের স্বরধ্বনি?
ক)
দীর্ঘ স্বরধ্বনি
খ)
হ্রস্ব স্বরধ্বনি
গ)
যৌগিক স্বরধ্বনি
ঘ)
মৌলিক স্বরধ্বনি
সঠিক উত্তর: (খ)
৪২.
ণ-এর উচ্চারণস্থানকে কী বলে?
ক)
তালু
খ)
দন্ত
গ)
মূর্ধা
ঘ)
ওষ্ঠ
সঠিক উত্তর: (গ)
৪৩.
স্বাধীনভাবে স্বরবর্ণের পূর্ণ রূপ শব্দের শেষে বসেছে কোনটিতে?
ক)
এক
খ)
আবহাওয়া
গ)
অনেক
ঘ)
যাও
সঠিক উত্তর: (ঘ)
৪৪.
শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণের পূর্ণ রূপ প্রথমে বসেছে কোনটিতে?
ক)
বউ
খ)
ইলিশ
গ)
বাউল
ঘ)
বেদুইন
সঠিক উত্তর: (খ)
৪৫.
বাংলা বর্ণমালঅয় ব্যঞ্জনবর্ণের লিখিত রুপ কয়টি?
ক)
২টি
খ)
৩টি
গ)
৪টি
ঘ)
৫টি
সঠিক উত্তর: (খ)
৪৬.
মৌলিক স্বরধ্বনি কোনটি?
ক)
উ
খ)
ঊ
গ)
ঐ
ঘ)
ঔ
সঠিক উত্তর: (ক)
৪৭.
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
ক)
৩৩, ৮, ১০
খ)
৩২, ৭, ১১
গ)
৩০, ৮, ১২
ঘ)
৩২, ৭, ৯
সঠিক উত্তর: (ক)
৪৮.
উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
ক)
ক, খ, গ
খ)
চ, ছ, ঝ
গ)
ট, ঠ, ড
ঘ)
প, ফ, ব
সঠিক উত্তর: (খ)
৪৯.
ধ্বনি তৈরির মূল উপাদান বাতাস জোগায় কে?
ক)
গলনালী
খ)
জিভ
গ)
স্বরতন্ত্রী
ঘ)
ফুসফুস
সঠিক উত্তর: (ঘ)
৫০.
‘পদ্ম’ এর শুদ্ধ উচ্চারণ হলো -
ক)
পদদঁ
খ)
পোদদো
গ)
পদদোঁ
ঘ)
পদদুঁ
সঠিক উত্তর: (গ)
অধ্যায় - ৩: সন্ধি
১.
‘জনৈক’ শব্দের গঠিত সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
জন + ঐক
খ)
জন + এক
গ)
জনা + ঐক
ঘ)
জনা + এক
সঠিক উত্তর: (খ)
২.
‘উদ্ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
উৎ + হার
খ)
উধ্ + হার
গ)
উৎ + ধার
ঘ)
উদ্ + ধার
সঠিক উত্তর: (ক)
৩.
চ কিংবা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?
ক)
চ্ছ
খ)
শ
গ)
স
ঘ)
ছ
সঠিক উত্তর: (খ)
৪.
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে স-জাত বিসর্গে -
ক)
ই-কার হয়
খ)
উ-কার হয়
গ)
এ-কার হয়
ঘ)
ও-কার হয়
সঠিক উত্তর: (ঘ)
৫.
বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সন্ধি হলে কোন সন্ধি হয়?
ক)
স্বরসন্ধি
খ)
ব্যঞ্জনসন্ধি
গ)
বিসর্গসন্ধি
ঘ)
নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (গ)
৬.
‘মনোমোহন’ শব্দটি কোন নিয়মে সন্ধি হয়েছে?
ক)
স্বরসন্ধি
খ)
ব্যঞ্জনসন্ধি
গ)
বিসর্গ সন্ধি
ঘ)
নিপাতনে সিদ্ধ
সঠিক উত্তর: (গ)
৭.
‘বধূক্তি’ শব্দে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
বধু+উক্তি
খ)
বধু+ঊক্তি
গ)
বধূ+উক্তি
ঘ)
বধূ+ঊক্তি
সঠিক উত্তর: (গ)
৮.
অতএব-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক)
অত্র + এব
খ)
অত: + এব
গ)
অতি + এব
ঘ)
অতো + এব
সঠিক উত্তর: (খ)
৯.
‘উচ্ছ্বাস’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
উৎ + চ্ছাস
খ)
উচ + ছাস
গ)
উচ + শাস
ঘ)
উৎ + শ্বাস
সঠিক উত্তর: (ঘ)
১০.
‘নিরাপদ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
নিরঃ + আপদ
খ)
নিঃ + আপদ
গ)
নির + আপদ
ঘ)
নি + আপদ
সঠিক উত্তর: (খ)
১১.
ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে নিচের কোন সন্ধিজাত শব্দটি তৈরি?
ক)
তদন্ত
খ)
ভাবুক
গ)
ইত্যাদি
ঘ)
বিপচ্ছায়া
সঠিক উত্তর: (ঘ)
১২.
‘পুরস্কার’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
ক)
পুরঃ + কার
খ)
পুরস + কার
গ)
পুর + স্কার
ঘ)
পুর + কার
সঠিক উত্তর: (ক)
১৩.
‘গবেষণা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
গো + এষণা
খ)
গবে + এষণা
গ)
গবি + এষণা
ঘ)
গবেষ + ণা
সঠিক উত্তর: (ক)
১৪.
‘নাবিক’ -এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক)
না + ইক
খ)
নো + ইক
গ)
না + বিক
ঘ)
নৌ + ইক
সঠিক উত্তর: (ঘ)
১৫.
‘তরুচ্ছায়া’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
ক)
তরু + ছায়া
খ)
তর + ছায়া
গ)
তরু + চ্ছায়া
ঘ)
তর + চ্ছায়া
সঠিক উত্তর: (ক)
১৬.
পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তাকে বলে -
ক)
সন্ধি
খ)
স্বরসন্ধি
গ)
ব্যঞ্জনসন্ধি
ঘ)
বিসর্গ সন্ধি
সঠিক উত্তর: (ক)
১৭.
‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
পরি + ইক্ষা
খ)
পরি + ঈক্ষা
গ)
পরী + ক্ষা
ঘ)
পরী + ঈক্ষা
সঠিক উত্তর: (খ)
১৮.
কোন সন্ধির প্রথমাংশে ধ্বনি বিসর্গযুক্ত হলে তাকে কী সন্ধি বলে?
ক)
স্বরসন্ধি
খ)
ব্যঞ্জনসন্ধি
গ)
বিসর্গ সন্ধি
ঘ)
নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (গ)
১৯.
ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে -
ক)
স্বরসন্ধি
খ)
ব্যঞ্জনসন্ধি
গ)
বিসর্গসন্ধি
ঘ)
নিপাতনে সন্ধি
সঠিক উত্তর: (খ)
২০.
‘দুর্লভ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
ক)
দুর + লভ
খ)
দুঃ + লভ
গ)
দুর + অলভ
ঘ)
দুঃ + অর্লভ
সঠিক উত্তর: (খ)
২১.
প্রাতঃ + কাল = ?
ক)
প্রাতঃকাল
খ)
প্রাতকাল
গ)
প্রাতষ্কাল
ঘ)
প্রাতরাশ
সঠিক উত্তর: (ক)
২২.
‘পুনর্মিলন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
পুনঃ + মিলন
খ)
পুন + মিলন
গ)
পুনর + মিলন
ঘ)
পুর্ন + মিলন
সঠিক উত্তর: (ক)
২৩.
বিসর্গ (:) অন্য ধ্বনির সঙ্গে যুক্ত হলে ক্ষেত্রবিশেষে কয় প্রকার রূপ পায়?
ক)
দুই
খ)
তিন
গ)
চার
ঘ)
পাঁচ
সঠিক উত্তর: (গ)
২৪.
‘অতীত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
অতি + ইত
খ)
অতী + ইত
গ)
অতী + ত
ঘ)
অতি + ত
সঠিক উত্তর: (ক)
২৫.
নিচের কোনটি ‘শীতার্ত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ?
ক)
শীত + ঋত
খ)
শীত + আর্ত
গ)
শীতা + ঋত
ঘ)
শীতা + আর্ত
সঠিক উত্তর: (ক)
২৬.
নিচের কোনটি ‘সংগীত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
ক)
সম্ + গীত
খ)
সং + গীত
গ)
সংগী + ত
ঘ)
সংগ + ইত
সঠিক উত্তর: (ক)
২৭.
ত কিংবা থ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?
ক)
শ
খ)
ষ
গ)
স
ঘ)
থ
সঠিক উত্তর: (গ)
২৮.
‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
দিগ + অন্ত
খ)
দিক্ + অন্ত
গ)
দি + গন্ত
ঘ)
দিগ্ + ন্ত
সঠিক উত্তর: (খ)
২৯.
‘ধনুষ্টঙ্কার’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো -
ক)
ধনু + টঙ্কর
খ)
ধনুঃ + টঙ্কার
গ)
ধনুষ + টঙ্কর
ঘ)
ধনম + টঙ্কার
সঠিক উত্তর: (খ)
৩০.
‘বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক)
বিদ্যা + আলয়
খ)
বিদ্য + আলয়
গ)
বিদ্যা + অলয়
ঘ)
বিদ্যা + লয়
সঠিক উত্তর: (ক)
৩১.
বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে কী বলে?
ক)
সমাস
খ)
সন্ধি
গ)
পদ
ঘ)
শব্দ
সঠিক উত্তর: (খ)
৩২.
উ + উ = ঊ - এই নিয়মে সন্ধিসাধিত শব্দ কোনটি?
ক)
বহূর্ধ্ব
খ)
লঘূর্মি
গ)
কটূক্তি
ঘ)
ভূর্ধ্ব
সঠিক উত্তর: (গ)
৩৩.
‘তন্বী’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
তনু + নী
খ)
তনু + ঈ
গ)
তন + নী
ঘ)
তনু + ই
সঠিক উত্তর: (খ)
৩৪.
পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে?
ক)
বর্ণ
খ)
দ্বন্দ্ব
গ)
সন্ধি
ঘ)
সমাস
সঠিক উত্তর: (গ)
৩৫.
‘মনোহর’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
ক)
মনো + হর
খ)
মন + আহর
গ)
মনঃ + হর
ঘ)
মনঃ + অহর
সঠিক উত্তর: (গ)
৩৬.
সন্ধির প্রয়োজনীয়তা কোনটি?
ক)
উচ্চারণে সহজ হয়
খ)
শব্দ সংক্ষিপ্ত হয়
গ)
ভাষা শ্রুতিমধুর হয়
ঘ)
সবকটি
সঠিক উত্তর: (ঘ)
৩৭.
‘নীরব’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
নিঃ + রব
খ)
নী + রব
গ)
নি + রব
ঘ)
নীঃ + রব
সঠিক উত্তর: (ক)
৩৮.
‘মস্যাধারা’ - এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
মৎস + আধার
খ)
মৎস্য + আধার
গ)
মসী + আধার
ঘ)
মসি + আধার
সঠিক উত্তর: (গ)
৩৯.
উৎ + ছেদ =
ক)
উচ্ছেদ
খ)
উৎছেদ
গ)
উছ্যেদ
ঘ)
উৎছাদ
সঠিক উত্তর: (ক)
৪০.
সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি কত প্রকার?
ক)
পাঁচ প্রকার
খ)
চার প্রকার
গ)
তিন প্রকার
ঘ)
দুই প্রকার
সঠিক উত্তর: (গ)
৪১.
‘দুরবস্থা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক)
দুর + বস্থা
খ)
দুঃ + অবস্থা
গ)
দুর + অবস্থা
ঘ)
দুরা + বস্থা
সঠিক উত্তর: (খ)
৪২.
‘নায়ক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
ক)
না + য়ক
খ)
নী + অক
গ)
নৈ + অক
ঘ)
নৈ + ইক
সঠিক উত্তর: (গ)
৪৩.
সন্ধি কয় প্রকার?
ক)
দুই
খ)
তিন
গ)
চার
ঘ)
পাঁচ
সঠিক উত্তর: (খ)
৪৪.
সন্ধির প্রধান উদ্দেশ্য -
ক)
স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা
খ)
উচ্চারণের দ্রুততা
গ)
আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
ঘ)
স্বরবর্ন ও ব্যঞ্জনবর্ণের মিলন
সঠিক উত্তর: (ক)
৪৫.
‘দ্যুলোক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
দুঃ + লোক
খ)
দ্বি + লোক
গ)
দিব্ + লোক
ঘ)
দু + লোক
সঠিক উত্তর: (গ)
৪৬.
কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি?
ক)
তৎসম
খ)
তস্কর
গ)
পরস্পর
ঘ)
সংস্কার
সঠিক উত্তর: (ঘ)
৪৭.
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে -
ক)
ই-কার হয়
খ)
উ-কার হয়
গ)
এ-কার হয়
ঘ)
ও-কার হয়
সঠিক উত্তর: (ঘ)
৪৮.
‘অন্তঃকরণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
ক)
অন্ত + করণ
খ)
অন্তঃ + করণ
গ)
আন্ত + করণ
ঘ)
অন্তক + রণ
সঠিক উত্তর: (খ)
৪৯.
‘শ্রীশ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
শ্রী + ঈশ
খ)
শ্রী + ইশ
গ)
শ্রী + শ
ঘ)
শ্রীশ + অ
সঠিক উত্তর: (ক)
৫০.
সন্ধি কত প্রকার?
ক)
দুই
খ)
তিন
গ)
চার
ঘ)
পাঁচ
সঠিক উত্তর: (ক)
অধ্যায় - ৪: শব্দ ও পদ
১.
ঈ-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি?
ক)
জেলেনি
খ)
চাকরানি
গ)
বাঘিনী
ঘ)
চাচি
সঠিক উত্তর: (ঘ)
২.
বহুত্বজ্ঞাপক বা সমষ্টিবাচক পদ বিশেষণরূপে শব্দের পূর্বে বসিয়ে বহুবচন করা হয়েছে কোন শব্দে?
ক)
জলরাশি
খ)
রচনাবলি
গ)
সুধীমন্ডলী
ঘ)
কত বই
সঠিক উত্তর: (ঘ)
৩.
বহুবচন করতে কোনটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক)
সকল
খ)
রাজি
গ)
আবলি
ঘ)
মালা
সঠিক উত্তর: (ক)
৪.
অনুকার শব্দ আ-প্রত্যয়যোগে ধাতুরূপে ব্যবহৃত হলে তাকে কোন ধাতু বলে?
ক)
প্রযোজক ধাতু
খ)
ধ্বন্যাত্মক ধাতু
গ)
নামধাতু
ঘ)
ণিজন্ত ধাতু
সঠিক উত্তর: (খ)
৫.
অন্ধ আলো চায়। এ বাক্যটিতে ‘অন্ধ’ কোন পদ?
ক)
সর্বনাম
খ)
বিশেষণ
গ)
বিশেষ্য
ঘ)
অব্যয়
সঠিক উত্তর: (গ)
৬.
কোনটি ‘আনী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীলিঙ্গ?
ক)
গুণবতী
খ)
কপোতী
গ)
ঠাকুরানী
ঘ)
জেলেনী
সঠিক উত্তর: (গ)
৭.
‘কর্’ কোন ধাতুর উদাহরণ?
ক)
সাধিত ধাতু
খ)
নাম ধাতু
গ)
মৌলিক ধাতু
ঘ)
যৌগিক ধাতু
সঠিক উত্তর: (গ)
৮.
ছাত্র, শিক্ষক কোন লিঙ্গ?
ক)
স্ত্রীলিঙ্গ
খ)
পুংলিঙ্গ
গ)
ক্লীবলিঙ্গ
ঘ)
উভলিঙ্গ
সঠিক উত্তর: (খ)
৯.
কোনটি শ্রেণিবাচক বিশেষ্য?
ক)
যমুনা
খ)
পাখি
গ)
সংঘ
ঘ)
ভোজন
সঠিক উত্তর: (খ)
১০.
বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে -
ক)
অব্যয়
খ)
সর্বনাম
গ)
বিশেষণ
ঘ)
ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
১১.
প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক)
কান
খ)
রানী
গ)
নদী/জেলেনী
ঘ)
পত্নী
সঠিক উত্তর: (গ)
১২.
‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক)
মালা
খ)
মালিকা
গ)
মালীনী
ঘ)
মালিনী
সঠিক উত্তর: (ঘ)
১৩.
বাংলায় কোন কোন পদের পুরুষ নেই?
ক)
সর্বনাম, অব্যয়
খ)
বিশেষণ, ক্রিয়া
গ)
সর্বনাম, বিশেষ্য
ঘ)
বিশেষণ, অব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১৪.
ক্লীবলিঙ্গ কোনগুলো?
ক)
পিতা, নর
খ)
চেয়ার, খাতা
গ)
নদী, পর্বত
ঘ)
ধাত্রী, কবিরাজ
সঠিক উত্তর: (খ)
১৫.
কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে?
ক)
আয়া
খ)
ননদ
গ)
প্রিয়া
ঘ)
শিষ্যা
সঠিক উত্তর: (খ)
১৬.
‘১৯৭১ সালে এদেশে ৩০ লক্ষ লোক মারা গিয়েছিল’ - কোন কালের উদাহরণ?
ক)
সাধারণ অতীত
খ)
অতীত কাল
গ)
ভবিষ্যৎ কাল
ঘ)
সাধারণ অতীত
সঠিক উত্তর: (খ)
১৭.
কোনটি আ-প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?
ক)
নায়িকা
খ)
গায়িকা
গ)
আধুনিকা
ঘ)
বালিকা
সঠিক উত্তর: (গ)
১৮.
‘দেবর’ শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ কোনটি?
ক)
ভাবী
খ)
নন্দাই
গ)
ননদ
ঘ)
দেবী
সঠিক উত্তর: (গ)
১৯.
মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। - এটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক)
দ্বিকর্মক ক্রিয়ার
খ)
যৌগিক ক্রিয়ার
গ)
অকর্মক ক্রিয়ার
ঘ)
অসমাপিকা ক্রিয়ার
সঠিক উত্তর: (ক)
২০.
‘দীন’ শব্দের বিশেষ্য কোনটি?
ক)
দৈন্য
খ)
দীনতা
গ)
দুটোই
ঘ)
কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
২১.
কোনটিতে প্রযোজক ধাতুর ব্যবহার?
ক)
যে নিজে করেনা, অন্যকে দিয়ে করায়
খ)
কাজটা ভালো দেখায় না
গ)
ছেলেটিকে কাঁদাচ্ছ কেন?
ঘ)
আজ তোমাদেরকে গল্প শোনাব
সঠিক উত্তর: (ক)
২২.
কোনটিতে বৃহদার্থে স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়েছে?
ক)
হিমানী
খ)
পুস্তিকা
গ)
অরণ্যানী
ঘ)
গীতিকা
সঠিক উত্তর: (গ)
২৩.
‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী?
ক)
কুলিনী
খ)
মেয়ে কুলি
গ)
মজুরনী
ঘ)
কামিন
সঠিক উত্তর: (ঘ)
২৪.
অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে -
ক)
বর্ণ
খ)
পদ
গ)
শব্দ
ঘ)
প্রত্যয়
সঠিক উত্তর: (গ)
২৫.
লিঙ্গ শব্দের অর্থ কী?
ক)
বিভক্তি যোগ
খ)
প্রত্যয় যোগ
গ)
চিহ্ন বা লক্ষণ
ঘ)
মিলন
সঠিক উত্তর: (গ)
২৬.
‘কিষাণ’ শব্দটির স্ত্রীলিঙ্গ করা হয় কী প্রত্যয়যোগে?
ক)
ঈ-প্রত্যয়
খ)
নী প্রত্যয়
গ)
ই-প্রত্যয়
ঘ)
আনী-প্রত্যয়
সঠিক উত্তর: (ক)
২৭.
বিদেশি ধাতু কোনটি?
ক)
ছাষ্
খ)
টান্
গ)
গড্
ঘ)
বুধ্
সঠিক উত্তর: (খ)
২৮.
নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ?
ক)
বিদুষী
খ)
শিশু
গ)
চেয়ার
ঘ)
সুন্দর
সঠিক উত্তর: (ক)
২৯.
শব্দের যে বৈশিষ্ট্য থেকে পুরুষ বা স্ত্রী বোঝা যায় তাকে কী বলে?
ক)
প্রত্যয়
খ)
লিঙ্গ
গ)
বিভক্তি
ঘ)
পদ
সঠিক উত্তর: (খ)
৩০.
ক্রিয়া যেসময় ঘটে সে সময়কে কী বলে?
ক)
ক্রিয়াপদ
খ)
নামপদ
গ)
ক্রিয়ার কাল
ঘ)
ক্রিয়ামূল
সঠিক উত্তর: (গ)
৩১.
‘মাতৃ’ শব্দটি কোন পদ?
ক)
ক্রিয়া
খ)
সর্বনাম
গ)
বিশেষ্য
ঘ)
বিশেষণ
সঠিক উত্তর: (গ)
৩২.
শব্দের শেষে আনি/আনী প্রত্যয় যোগ করে গঠিত স্ত্রীবাচক শব্দ হলো -
ক)
অনাথিনী
খ)
বাঘিনী
গ)
গুনিনী
ঘ)
হিমানী
সঠিক উত্তর: (ঘ)
৩৩.
মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক)
দু শ্রেণিতে
খ)
তিন শ্রেণিতে
গ)
চার শ্রেণিতে
ঘ)
পাঁচ শ্রেণিতে
সঠিক উত্তর: (খ)
৩৪.
‘অনী’ স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক)
বাঘিনী
খ)
চাকরানী
গ)
ভাগনী
ঘ)
জেলেনী
সঠিক উত্তর: (খ)
৩৫.
প্রাণী, বস্তু, ব্যক্তির একটি সংখ্যা বোঝালে কোন বচন হয়?
ক)
একবচন
খ)
একাধিক
গ)
শুধু দুটি
ঘ)
শুধু তিনটি
সঠিক উত্তর: (ক)
৩৬.
শব্দের শেষে ক বা অক থাকলে কী প্রত্যযোগে স্ত্রীলিঙ্গ করা হয়?
ক)
ঈ
খ)
নী
গ)
ইকা
ঘ)
আনী
সঠিক উত্তর: (গ)
৩৭.
‘মা রান্না করছেন’ - এখানে ‘করছেন’ হলো -
ক)
সকর্মক ক্রিয়া
খ)
অকর্মক ক্রিয়া
গ)
সমাপিকা ক্রিয়া
ঘ)
অসমাপিকা ক্রিয়া
সঠিক উত্তর: (ক)
৩৮.
‘ন্যায়’ শব্দের বিশেষণ কী?
ক)
ন্যায়িক
খ)
ন্যায্য
গ)
ন্যায়সংগত
ঘ)
ন্যায়কৃত
সঠিক উত্তর: (খ)
৩৯.
‘বৃন্দ’ প্রতীকটির সঠিক প্রয়োগ হবে কোন শব্দে?
ক)
টাকা
খ)
সময়
গ)
ঘড়ি
ঘ)
ভক্ত
সঠিক উত্তর: (ঘ)
৪০.
যে ক্রিয়া সাধারণভাবে অতীত কালে ঘটেছে। তার কালকে কী বলে?
ক)
পুরাঘটিত অতীত
খ)
ঘটমান অতীত
গ)
সাধারণ অতীত
ঘ)
নিত্যবৃত্ত অতীত
সঠিক উত্তর: (গ)
৪১.
কোন পদগুলোর পুরুষ বা স্ত্রীবাচক বৈশিষ্টয বোঝানো হয়?
ক)
প্রাণিবাচক পদের
খ)
বিশেষ্য পদের
গ)
প্রাণি-অপ্রাণিবাচক পদের
ঘ)
বিশেষ্য - বিশেষণ পদের
সঠিক উত্তর: (ক)
৪২.
বহুবচন হয় না কোনগুলোর?
ক)
বই, কলম, কাগজ
খ)
ছাত্র, ফুল, মানুষ
গ)
জামা, টাকা, বাড়ি
ঘ)
পানি, সোনা, রূপা
সঠিক উত্তর: (ঘ)
৪৩.
কোন বাক্যে পুরাঘটিত অতীতকালের ক্রিয়া আছে?
ক)
আমরা গিয়েছি
খ)
আমরা গিয়েছিলাম
গ)
তুমি যেতে থাকো
ঘ)
সেখানে গিয়ে দেখে আসো
সঠিক উত্তর: (খ)
৪৪.
শিশু, সন্তান, ডাক্তার কোন লিঙ্গের উদাহরণ?
ক)
পুংলিঙ্গ
খ)
স্ত্রীলিঙ্গ
গ)
উভয়লিঙ্গ
ঘ)
ক্লীবলিঙ্গ
সঠিক উত্তর: (গ)
৪৫.
‘এসব’ সর্বনামের এক বচন কী?
ক)
এগুলো
খ)
এখানা
গ)
এটা
ঘ)
এসব
সঠিক উত্তর: (গ)
৪৬.
কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
ক)
কবি
খ)
দাতা
গ)
নেতা
ঘ)
বাদশা
সঠিক উত্তর: (ক)
৪৭.
‘কাল একবার আসিও’ - বাক্যটি কোন কালের অনুজ্ঞায় ব্যবহৃত হয়?
ক)
ভবিষ্যৎ
খ)
সাধারণ বর্তমান
গ)
ঘটমান বর্তমান
ঘ)
পুরাঘটিত বর্তমান
সঠিক উত্তর: (ক)
৪৮.
অর্থ হলো শব্দের-
ক)
প্রাণ
খ)
গান
গ)
মান
ঘ)
দান
সঠিক উত্তর: (ক)
৪৯.
কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
ক)
মানী
খ)
নেতা
গ)
পতি
ঘ)
কবিরাজ
সঠিক উত্তর: (ঘ)
৫০.
বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়ে যে সর্বনাম তা হলো -
ক)
সাপেক্ষ সর্বনাম
খ)
নির্দেশক সর্বনাম
গ)
প্রশ্নসূচক সর্বনাম
ঘ)
ব্যক্তিবাচক সর্বনাম
সঠিক উত্তর: (খ)
অধ্যায় - ৫: শব্দ গঠন
১.
কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে?
ক)
কাকে কাকে
খ)
যার যার
গ)
কেমন কেমন
ঘ)
হেসে হেসে
সঠিক উত্তর: (ঘ)
২.
‘সলিলসমাধি’ শব্দটি গঠিত হয়েছে -
ক)
প্রত্যয়যোগে
খ)
উপসর্গযোগে
গ)
বিভক্তিযোগে
ঘ)
সমাসযোগে
সঠিক উত্তর: (ঘ)
৩.
প্র, পরা, নির, বি - এগুলো হলো -
ক)
প্রত্যয়
খ)
উপসর্গ
গ)
অনুসর্গ
ঘ)
বিভক্তি
সঠিক উত্তর: (খ)
৪.
কোনটি বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ?
ক)
ভালো ভালো
খ)
দেনা-পাওনা
গ)
মনে মনে
ঘ)
মিটির মিটির
সঠিক উত্তর: (খ)
৫.
‘হি হি’ ধ্বন্যাত্মক শব্দটি কোন ধ্বনির অনুকৃতি?
ক)
জীবজন্তুর ধ্বনির অনুকৃতি
খ)
মানুষের ধ্বনির অনুকৃতি
গ)
বস্তুর ধ্বনির অনুকৃতি
ঘ)
অনুভূতির কাল্পনিক অনুকৃতি
সঠিক উত্তর: (খ)
৬.
প্রত্যয় যুক্ত হয় শব্দ বা ধাতুর -
ক)
পূর্বে
খ)
পরে
গ)
মাঝে
ঘ)
আলাদা
সঠিক উত্তর: (খ)
৭.
দ্বিরুক্ত শব্দ কয় প্রকারের?
ক)
দুই
খ)
তিন
গ)
চার
ঘ)
পাঁচ
সঠিক উত্তর: (খ)
৮.
‘লাল লাল’ শব্দটি গঠিত হয়েছে -
ক)
সমাসযোগে
খ)
প্রত্যয় যোগে
গ)
দ্বিরুক্তিযোগে
ঘ)
উপসর্গযোগে
সঠিক উত্তর: (গ)
৯.
মানুষের ধ্বনির অনুকৃতি কোটি?
ক)
কুট কুট
খ)
ট্যা ট্যা
গ)
গর গর
ঘ)
কলকল
সঠিক উত্তর: (খ)
১০.
দ্বিরুক্তির আরেক নাম কী?
ক)
দ্বিতীয় উক্তি
খ)
অনুক্ত শব্দ
গ)
শব্দদ্বৈত
ঘ)
শব্দযুগল
সঠিক উত্তর: (গ)
১১.
‘রাশি’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
ক)
সামান্য
খ)
আধিক্য
গ)
শূন্য
ঘ)
আতিশয্য
সঠিক উত্তর: (খ)
১২.
দ্বিরুক্ত অর্থ কী?
ক)
দুিইবার উক্ত
খ)
দুইবার ব্যাপ্ত
গ)
অনুক্ত শব্দ
ঘ)
জোড়া শব্দ
সঠিক উত্তর: (ক)
১৩.
উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক)
দিগন্ত
খ)
সুদিন
গ)
ভাবুক
ঘ)
যথারীতি
সঠিক উত্তর: (খ)
১৪.
প্রত্যয়ের সাথে মিল রয়েছে -
ক)
বিভক্তির
খ)
উপসর্গের
গ)
সমাসের
ঘ)
সন্ধির
সঠিক উত্তর: (ক)
১৫.
সমাসের সাহায্যে গঠিত শব্দ -
ক)
নদীমাতৃক
খ)
বিদ্যালয়
গ)
বৈঠকখানা
ঘ)
নিবারণ
সঠিক উত্তর: (ক)
১৬.
নিচের কোনটি সন্ধি সাধিত শব্দ?
ক)
পরিচ্ছদ
খ)
মুখবন্ধ
গ)
জ্বলন
ঘ)
দৈনিক
সঠিক উত্তর: (ক)
১৭.
নিচের কোনটি মৌলিক শব্দ?
ক)
সুকন্ঠ
খ)
পাগল
গ)
অথৈ
ঘ)
লাজুক
সঠিক উত্তর: (খ)
১৮.
‘গোছগাছ’ কোন ধরনের শব্দ?
ক)
অনুকার শব্দ
খ)
শব্দদ্বৈত
গ)
ধ্বন্যাত্মক শব্দ
ঘ)
তৎসম শব্দ
সঠিক উত্তর: (ক)
১৯.
‘আবোল তাবোল’ শব্দটি কোন প্রকারের শব্দ?
ক)
যৌগিক শব্দ
খ)
ধ্বন্যাত্মক শব্দ
গ)
অনুকার শব্দ
ঘ)
মৌলিক শব্দ
সঠিক উত্তর: (গ)
২০.
নিচের কোনটি মানুষের ধ্বনির অনুকৃতি?
ক)
কুট কুট
খ)
মড় মড়
গ)
খখ খখ
ঘ)
চোঁ চোঁ
সঠিক উত্তর: (গ)
২১.
‘ট্যা ট্যা’ - ধ্বন্যাত্মক শব্দটি হলো -
ক)
জীবজন্তুর অনুকৃতি
খ)
বস্তুর ধ্বনির অনুকৃতি
গ)
অনুভূতির কাল্পনিক অনুভূতি
ঘ)
মানুষের কাল্পনিক অনুভূতি
সঠিক উত্তর: (ঘ)
২২.
নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ?
ক)
স্মরণীয়
খ)
শুভেচ্ছা
গ)
বসতবাড়ি
ঘ)
নদীমাতৃক
সঠিক উত্তর: (ক)
২৩.
‘মেধাবী’ শব্দটি কোন প্রত্যয় দ্বারা গঠিত?
ক)
বি
খ)
বিন
গ)
ইল
ঘ)
মেধা
সঠিক উত্তর: (খ)
২৪.
আধিক্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয় নি কোনটিতে?
ক)
ছোট ছোট
খ)
বার বার
গ)
ভালো ভালো
ঘ)
সবগুলো
সঠিক উত্তর: (খ)
২৫.
উপসর্গের প্রধান কাজ কী?
ক)
শব্দ গঠন করা
খ)
শব্দকে সংকোচিত করা
গ)
শব্দকে সম্প্রসারণ করা
ঘ)
শব্দের উৎস নির্দেশ করা
সঠিক উত্তর: (ক)
২৬.
একই শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের অভিব্যক্তিকে জোরালো করে কোন শব্দ?
ক)
ধ্বন্যাত্মক শব্দ
খ)
শব্দদ্বৈত
গ)
অনুকার শব্দ
ঘ)
মৌলিক শব্দ
সঠিক উত্তর: (খ)
২৭.
এক শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কী বলে?
ক)
দ্বিরুক্তি
খ)
বক্র
গ)
অনুসর্গ
ঘ)
উপসর্গ
সঠিক উত্তর: (ক)
২৮.
কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট কী?
ক)
দ্বিরুক্ত শব্দ
খ)
উপসর্গ
গ)
ধ্বন্যাত্মক শব্দ
ঘ)
ঘৃষ্ট শব্দ
সঠিক উত্তর: (গ)
২৯.
নিচের কোনগুলো উপসর্গ?
ক)
আ, নি, বি, সু
খ)
আই, অন, ইক, খানা
গ)
কে, র, এ, অন
ঘ)
আ, আই, সু, অন
সঠিক উত্তর: (ক)
৩০.
‘রাশি রাশি ধান’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক)
আধিক্য অর্থে
খ)
সামান্য অর্থে
গ)
তীব্রতা অর্থে
ঘ)
ধারাবাহিক অর্থে
সঠিক উত্তর: (ক)
৩১.
ভাবুক, ঢাকাই - এই শব্দগুলো গঠিত হয়েছে -
ক)
উপসর্গযোগে
খ)
সন্ধিযোগে
গ)
প্রত্যয়যোগে
ঘ)
বিভক্তিযোগে
সঠিক উত্তর: (গ)
৩২.
যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
ক)
প্রত্যয়
খ)
সমাস
গ)
বিভক্তি
ঘ)
উপসর্গ
সঠিক উত্তর: (ঘ)
৩৩.
‘‘লাল লাল ফুল” বাক্যে কী অর্থে দ্বিরুক্ত হয়েছে?
ক)
শূন্য
খ)
একবচন
গ)
বহুবচন
ঘ)
ঈষৎ
সঠিক উত্তর: (গ)
৩৪.
নিচের কোন শব্দের শেষে বিভক্তি যোগে গঠিত?
ক)
বাড়ির
খ)
সন্তাপ
গ)
পদ্ধতি
ঘ)
বই
সঠিক উত্তর: (ক)
৩৫.
কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্ত?
ক)
যায় যায়
খ)
কে কে
গ)
উঁচায় নিচায়
ঘ)
ঢং ঢং
সঠিক উত্তর: (ঘ)
৩৬.
উপসর্গ কোথায় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়?
ক)
শব্দের শেষে
খ)
শব্দের মাঝে
গ)
শব্দের প্রথমে
ঘ)
দুই শব্দের সাথে
সঠিক উত্তর: (গ)
৩৭.
কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলে -
ক)
ধ্বন্যাত্মক শব্দ
খ)
অনুকার শব্দ
গ)
শব্দ দ্বৈত
ঘ)
মৌলিক শব্দ
সঠিক উত্তর: (ক)
৩৮.
নিচের কোনটি মৌলিক শব্দ?
ক)
ডুবুরি
খ)
ঘরামি
গ)
পাখি
ঘ)
ইত্যাদি
সঠিক উত্তর: (গ)
৩৯.
‘গর গর’ কোন ধরনের শব্দ?
ক)
ধ্বন্যাত্মক শব্দ
খ)
অনুকার শব্দ
গ)
মৌলিক শব্দ
ঘ)
যৌগিক শব্দ
সঠিক উত্তর: (ক)
৪০.
অনুভূতির কাল্পনিক অনুকৃতি হলো-
ক)
ঝিকিমিকি
খ)
মিউ মিউ
গ)
গুড় গুড়
ঘ)
হি হি
সঠিক উত্তর: (ক)
৪১.
বস্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
ক)
কুহু কুহু
খ)
চোঁ চোঁ
গ)
ভেউ ভেউ
ঘ)
ঘচ ঘচ
সঠিক উত্তর: (ঘ)
৪২.
‘তোমার নেই নেই ভাব গেল না’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক)
বিশেষণ রূপে
খ)
ক্রিয়া বিশেষণ
গ)
সামান্য অর্থে
ঘ)
আধিক্য অর্থে
সঠিক উত্তর: (ক)
৪৩.
কোন দ্বিরুক্তটি অব্যয়বাচক?
ক)
উড়ু উড়ু
খ)
কেউ কেউ
গ)
নেই নেই
ঘ)
মিটির মিটির
সঠিক উত্তর: (ঘ)
৪৪.
জীবজন্তুর ধ্বনির অনুকৃতি-
ক)
খক খক
খ)
ছম ছম
গ)
ঘেউ ঘেউ
ঘ)
ঝম ঝম
সঠিক উত্তর: (গ)
৪৫.
কোনটি শব্দ গঠনের প্রাথমিক উপায়?
ক)
ব্যঞ্জনবর্ণের সাথে কার ও ফলা যোগ করা
খ)
শব্দের শেষে বিভক্তি ও উপসর্গ যোগ করা
গ)
শব্দের প্রথমে উপসর্গ ও প্রত্যয় যোগ করা
ঘ)
সমাস ও বিভক্তি যোগ করা
সঠিক উত্তর: (ক)
৪৬.
আই, উক, অন, খানা - এগুলো হলো -
ক)
প্রত্যয়
খ)
উপসর্গ
গ)
বিভক্তি
ঘ)
অনুসর্গ
সঠিক উত্তর: (ক)
৪৭.
আধিক্য অর্থে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?
ক)
জ্বর জ্বর
খ)
শীত শীত
গ)
ধামা ধামা
ঘ)
টক টক
সঠিক উত্তর: (গ)
৪৮.
‘তব্য’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো -
ক)
বক্তব্য
খ)
গন্তব্য
গ)
কর্তব্য
ঘ)
সবগুলোই
সঠিক উত্তর: (ঘ)
৪৯.
ব্যাঞ্জনবর্ণের সাথে ‘কার’ যুক্ত হয়ে কোন শব্দটি গঠিত হয়েছে?
ক)
বাড়ি
খ)
দিগন্ত
গ)
অভাব
ঘ)
ঢাকাই
সঠিক উত্তর: (ক)
৫০.
উপসর্গ সাধিত শব্দ কোনটি?
ক)
পদ্ধতি
খ)
সংবাদ
গ)
বিজ্ঞান
ঘ)
পরিচ্ছদ
সঠিক উত্তর: (গ)
অধ্যায় - ৬: বাক্য
১.
কর্তা ক্রিয়ার আগে বসে-এর উদাহরণ কোনটি?
ক)
রানা যায়
খ)
পাতা খায় ছাগলে
গ)
গান গায় সুমি রায়
ঘ)
সঙ্গে যাবে কে
সঠিক উত্তর: (ক)
২.
আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?
ক)
তিন প্রকার
খ)
চার প্রকার
গ)
পাঁচ প্রকার
ঘ)
ছয় প্রকার
সঠিক উত্তর: (ক)
৩.
‘আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল’ - বাক্যটিতে কোন গুণের অভাব?
ক)
যোগ্যতা
খ)
আসত্তি
গ)
আকাঙ্ক্ষা
ঘ)
প্রাঞ্জলতা
সঠিক উত্তর: (ক)
৪.
খন্ড বাক্য কত রকমের হয়?
ক)
দু রকম
খ)
তিন রকম
গ)
চার রকম
ঘ)
পাঁচ রকম
সঠিক উত্তর: (ক)
৫.
বাক্য তৈরি হয় কী দিয়ে?
ক)
ধ্বনি দিয়ে
খ)
শব্দ দিয়ে
গ)
অক্ষর দিয়ে
ঘ)
বর্ণ দিয়ে
সঠিক উত্তর: (খ)
৬.
যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে কী বলে?
ক)
ধ্বনি
খ)
শব্দ
গ)
পদ
ঘ)
বাক্য
সঠিক উত্তর: (ঘ)
৭.
অধীন খন্ডবাক্যের অপর নাম কী?
ক)
অপূর্ণ বা অপ্রধান খন্ডবাক্য
খ)
অপূর্ণ বা ক্ষীণ খন্ডবাক্য
গ)
পরাধীন বা আংশিক খন্ডবাক্য
ঘ)
স্বতন্ত্র বা একক খন্ডবাক্য
সঠিক উত্তর: (ক)
৮.
কোনটি বাগধারার শব্দ পরিবর্তনজনিত ভুলের উদাহরণ?
ক)
ঘোড়ার ডিম
খ)
গৌরীসেনের টাকা
গ)
গোড়ায় গলদ
ঘ)
ঘোটকের ডিম্ব
সঠিক উত্তর: (ঘ)
৯.
যে নির্দিষ্ট নিয়মে শব্দ বিন্যাস করে বাক্য গঠন করা হয় তাকে কী বলে?
ক)
আকাঙ্ক্ষা
খ)
আসত্তি
গ)
পদক্রম
ঘ)
যোগ্যতা
সঠিক উত্তর: (গ)
১০.
‘পানিতে বাঘ থাকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
ক)
আকাঙ্ক্ষার
খ)
যোগ্যতার
গ)
আসত্তির
ঘ)
নৈকট্যের
সঠিক উত্তর: (খ)
১১.
মনের কোনো ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় কিসে?
ক)
একটি বাক্যে
খ)
একটি পদে
গ)
একটি শব্দে
ঘ)
একটি ধ্বনিতে
সঠিক উত্তর: (ক)
১২.
যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে বলে -
ক)
সরল বাক্য
খ)
জটিল বাক্য
গ)
যৌগিক বাক্য
ঘ)
বিস্ময় বাক্য
সঠিক উত্তর: (খ)
১৩.
একটি বড় বাক্যের বাক্যাংশ দুটিকে বলে-
ক)
উদ্দেশ্য
খ)
স্বাধীন বাক্য
গ)
খন্ডবাক্য
ঘ)
অধীন বাক্য
সঠিক উত্তর: (গ)
১৪.
বিধেয়ের সম্প্রসারণে বিধেয়ের সঙ্গে কী যুক্ত হয়?
ক)
বিশেষ্য
খ)
অব্যয়
গ)
সর্বনাম
ঘ)
বিশেষণ
সঠিক উত্তর: (ঘ)
১৫.
কোনটি জটিল বাক্য?
ক)
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্যু করে
খ)
যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না
গ)
আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি
ঘ)
সে কাল আসবে এবং আমি বাড়ি যাব
সঠিক উত্তর: (খ)
১৬.
বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক)
আকাঙ্ক্ষা
খ)
আসত্তি
গ)
যোগ্যতা
ঘ)
ইচ্ছা
সঠিক উত্তর: (খ)
১৭.
‘ছাত্ররা পড়ছে’ - এ বাক্যের বিধেয় অংশ কোনটি?
ক)
ছাত্ররা
খ)
ছাত্ররা পড়ছে
গ)
পড়ছে
ঘ)
সব কটি
সঠিক উত্তর: (গ)
১৮.
যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কী বলে?
ক)
পদ
খ)
শব্দ
গ)
বাক্য
ঘ)
বিভক্তি
সঠিক উত্তর: (গ)
১৯.
কর্তা ক্রিয়ার পরেও বসতে পারে, এর উগারহণ কোনটি?
ক)
রানা গান গায়
খ)
সঙ্গে যাবে কে
গ)
সে যায়
ঘ)
মিলি আসে
সঠিক উত্তর: (খ)
২০.
নিচের কোনটি সার্থক বাক্য নয়?
ক)
আমি বাড়ি খাব
খ)
আমি ভাত খাব
গ)
আমি বই পড়ব
ঘ)
আমি ছবি দেখব
সঠিক উত্তর: (ক)
২১.
যে আশ্রিত খন্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে কী বলে?
ক)
ক্রিয়া বিশেষণ স্থানীয় খন্ডবাক্য
খ)
যৌগিক বাক্য
গ)
মিশ্র বাক্য
ঘ)
জটিল বাক্য
সঠিক উত্তর: (ক)
২২.
শিমুল মাঠে খেলতে গেল - এ বাক্যে উদ্দেশ্যপদ কোনটি?
ক)
শিমুল
খ)
মাঠে
গ)
খেলতে
ঘ)
গেল
সঠিক উত্তর: (ক)
২৩.
‘জগতে অসম্ভব বলে কিছু নেই’ - গঠন অনুসারে কোন বাক্য?
ক)
সরল বাক্য
খ)
জটিল বাক্য
গ)
যৌগিক বাক্য
ঘ)
মিশ্র বাক্য
সঠিক উত্তর: (ক)
২৪.
আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা-বাক্যের কী?
ক)
অংশ
খ)
উপাদান
গ)
গুণ
ঘ)
প্রকারভেদ
সঠিক উত্তর: (গ)
২৫.
আমরা অনুষ্ঠানে সমবেত কণ্ঠে গান গাইব।-এ বাক্যটিতে কর্তা কোনটি?
ক)
সমবেত
খ)
গান
গ)
আমরা
ঘ)
গাইব
সঠিক উত্তর: (গ)
২৬.
নিচের কোন বাক্যটি বিশেষ্যস্থানীয় অধীন খন্ডবাক্য?
ক)
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলোরে
খ)
যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
গ)
আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া শেষ
ঘ)
যিনি স্বশিক্ষিত তিনি শিক্ষিত
সঠিক উত্তর: (গ)
২৭.
প্রতিটি বাক্যের দুটি অংশ কী কী?
ক)
ধ্বনি ও বর্ণ
খ)
উদ্দেশ্য ও বিধেয়
গ)
শব্দ ও শব্দাংশ
ঘ)
বিভক্তি ও প্রত্যয়
সঠিক উত্তর: (খ)
২৮.
বিশেষণ পদ কোথায় বসে?
ক)
বিশেষ্যের পরে
খ)
বিশেষ্যে আগে
গ)
সম্বোধনের আগে
ঘ)
সম্বোধনের পরে
সঠিক উত্তর: (খ)
২৯.
বাক্যের কয়টি অংশ থাকে?
ক)
দুটি
খ)
তিনটি
গ)
চারটি
ঘ)
পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৩০.
নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
ক)
যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
খ)
যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
গ)
লোকটি ধনী কিন্তু কৃপণ
ঘ)
জগতে অসম্ভব বলে কিচু নেই
সঠিক উত্তর: (গ)
৩১.
বাক্যে উপমা-অলঙ্কার যথাযথভাবে ব্যবহার না করলে কোন গুণ নষ্ট হয়?
ক)
আকাঙ্ক্ষা
খ)
আসত্তি
গ)
যোগ্যতা
ঘ)
অর্থবাচকতা
সঠিক উত্তর: (গ)
৩২.
বিভক্তিযুক্ত শব্দ হলো-
ক)
পদ
খ)
বাক্য
গ)
অনুসর্গ
ঘ)
উপসর্গ
সঠিক উত্তর: (ক)
৩৩.
অনুজ্ঞায় কে প্রায়ই উহ্য থাকে?
ক)
কর্ম
খ)
ক্রিয়া
গ)
কর্তা
ঘ)
বিশেষণ
সঠিক উত্তর: (গ)
৩৪.
যদিও লোকটি ধনী, তবুও সে কৃপণ - বাক্যটির যৌগিক রূপ হবে -
ক)
যদিও লোকটি দনী কিন্তু সে কৃপণ
খ)
যেহেতু লোকটি ধনী সেহেতু সে কৃপণ
গ)
লোকটি ধনী কিন্তু কৃপণ
ঘ)
লোকটি ধনী হলেও কৃপণ
সঠিক উত্তর: (গ)
৩৫.
আবেগ প্রকাশক অব্যয় পদ সাধারণত বাক্যের কোথায় বসে?
ক)
শুরুতে
খ)
মধ্যে
গ)
শেষে
ঘ)
শুরুতে ও শেষে
সঠিক উত্তর: (ক)
৩৬.
কর্তা ক্রিয়ার আগে বসে - এর উদাহরণ কোনটি?
ক)
আলম ডাকছে
খ)
পাতা খায় ছাগলে
গ)
গান গায় সুমি রায়
ঘ)
সঙ্গে যাবে কে
সঠিক উত্তর: (ক)
৩৭.
বিশুদ্ধ বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক)
পাঁচটি
খ)
তিনটি
গ)
চারটি
ঘ)
ছয়টি
সঠিক উত্তর: (খ)
৩৮.
একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
ক)
আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা
খ)
আকাঙ্ক্ষা ও আসত্তি, বাগবিধি ও যোগ্যতা
গ)
আসত্তি ও যোগ্যতা
ঘ)
আকাঙ্ক্ষা ও আসত্তি
সঠিক উত্তর: (ক)
৩৯.
সমাপিকা ক্রিয়া সাধারণত কোথায় বসে?
ক)
বাক্যের শুরুতে
খ)
বাক্যের মধ্যে
গ)
বাক্যের শেষে
ঘ)
বাক্যের শুরুতে ও শেষে
সঠিক উত্তর: (গ)
৪০.
পিতা যখন আছে তখন পুতকে খোঁজ কেন - এটি কোন ধরনের বাক্য?
ক)
জটিল বাক্য
খ)
যৌগিক বাক্য
গ)
সরল বাক্য
ঘ)
নির্দেশক বাক্য
সঠিক উত্তর: (ক)
৪১.
বাক্য গঠনের জন্য সাধারণত প্রয়োজন হয়-
ক)
কর্তা
খ)
কর্ম
গ)
কর্তা ও কর্ম
ঘ)
কর্তা, কর্ম ও ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৪২.
যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন - কোন ধরনের বাক্য?
ক)
যৌগিক বাক্য
খ)
মিশ্র বাক্য
গ)
সরল বাক্য
ঘ)
বাহুল্যদুষ্ট বাক্য
সঠিক উত্তর: (খ)
৪৩.
‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’ - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক)
আকাঙ্ক্ষা
খ)
যোগ্যতা
গ)
আসত্তি
ঘ)
বস্তুনিষ্ঠতা
সঠিক উত্তর: (খ)
৪৪.
কর্তা ক্রিয়ার পরেও বসতে পারে - এর উদাহরণ কোনটি?
ক)
অথৈ গান গায়
খ)
মিলি আসে
গ)
সে যায়
ঘ)
সঙ্গে যাবে কে
সঠিক উত্তর: (ঘ)
৪৫.
বিপদ ও দুঃখ এক সাথে আসে - এটি কোন ধরনের বাক্য?
ক)
সরল
খ)
জটিল
গ)
যৌগিক
ঘ)
মিশ্র
সঠিক উত্তর: (গ)
৪৬.
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
ক)
আসত্তি
খ)
পূর্ণতা
গ)
যোগ্যতা
ঘ)
আকাঙ্ক্ষা
সঠিক উত্তর: (গ)
৪৭.
“আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল”-বাক্যটিতে কোন গুণের অভাব?
ক)
যোগ্যতা
খ)
আসত্তি
গ)
আকাঙ্ক্ষা
ঘ)
প্রাঞ্জলতা
সঠিক উত্তর: (ক)
৪৮.
বাক্যের কয়টি অংশ?
ক)
দুটি
খ)
তিনটি
গ)
চারটি
ঘ)
পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪৯.
করণ কারক কোথায় বসে?
ক)
কর্মের আগে
খ)
ক্রিয়ার আগে
গ)
ক্রিয়ার পরে
ঘ)
কর্মের পরে
সঠিক উত্তর: (ঘ)
৫০.
সম্বোধন পদ সাধারণত কোথায় বসে?
ক)
বাক্যের শুরুতে
খ)
বাক্যের মধ্যে
গ)
বাক্যের শেষে
ঘ)
বাক্যের শুরুতে ও শেষে
সঠিক উত্তর: (ক)
অধ্যায় - ৭: বিরামচিহ্ন
১.
বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
ক)
কমা
খ)
হাইফেন
গ)
উদ্ধরণচিহ্ন
ঘ)
কোলন
সঠিক উত্তর: (খ)
২.
একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে-
ক)
কমা বসে
খ)
কোলন বসে
গ)
উদ্ধৃতিচিহ্ন বসে
ঘ)
সেমিকোলন বসে
সঠিক উত্তর: (ক)
৩.
মা বললেন, “অঙ্ক করতে বসো।” বাক্যে কী কী বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে?
ক)
কমা, দাঁড়ি, ইলেক
খ)
কমা, উদ্ধরণচিহ্ন, দাঁড়ি
গ)
উদ্ধৃতিচিহ্ন, সেমিকোলন, ড্যাস
ঘ)
কমা, দাঁড়ি, হাইফেন
সঠিক উত্তর: (খ)
৪.
হাইফেন চিহ্ন বসে -
ক)
দুই বা ততোধিক শব্দের মাঝে
খ)
ভাব প্রকাশক বাক্যের শেষে
গ)
দুই বা ততোধিক শব্দের প্রথমে
ঘ)
দুটি বাক্যের সংযোগ স্থলে
সঠিক উত্তর: (ক)
৫.
একই ধরনের শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসাতে হয়?
ক)
ড্যাস
খ)
হাইফেন
গ)
কমা
ঘ)
কোলন
সঠিক উত্তর: (খ)
৬.
এক জাতীয় একাধিক পদ পর পর থাকলে পদগুলোর পরে কী বসে?
ক)
হাইফেন
খ)
ড্যাস
গ)
কমা
ঘ)
কোলন
সঠিক উত্তর: (গ)
৭.
লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী চিহ্ন বলে?
ক)
দাঁড়ি
খ)
হাইফেন
গ)
ছেদ
ঘ)
উদ্ধরণ
সঠিক উত্তর: (গ)
৮.
একই ধরনের একাধিক বাক্র বা বাক্যাংশকে করতে কী ব্যবহৃত হয়?
ক)
সেমিকোলন
খ)
উদ্ধৃতিচিহ্ন
গ)
কোলন
ঘ)
কমা
সঠিক উত্তর: (ঘ)
৯.
লেখা থামাতে বাক্রে ব্যবহৃত হয় নানা রকম-
ক)
খুঁটিনাটি জিনিস
খ)
চিহ্ন বা সংকেত
গ)
নিয়ম-কানুন
ঘ)
বিভক্তি-প্রত্যয়
সঠিক উত্তর: (খ)
১০.
যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে, তাদের আগে বসে-
ক)
কোলন
খ)
ঊর্ধ্বকমা
গ)
সেমিকোলন
ঘ)
কমা
সঠিক উত্তর: (গ)
১১.
নাটকের সংলাপের আগে কোন বিরতিচিহ্ন বসে-
ক)
ঊর্ধ্বকমা
খ)
উদ্ধৃতিচিহ্ন
গ)
বিকল্পচিহ্ন
ঘ)
কোলন
সঠিক উত্তর: (ঘ)
১২.
কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
ক)
কমা
খ)
সেমিকোলন
গ)
দাঁড়ি
ঘ)
উদ্ধরণ চিহ্ন
সঠিক উত্তর: (গ)
১৩.
হাইফেনকে বাংলায় কী বলা হয়?
ক)
ছেদ চিহ্ন
খ)
সংযোগ চিহ্ন
গ)
বিরাম চিহ্ন
ঘ)
বিরতি চিহ্ন
সঠিক উত্তর: (খ)
১৪.
বাক্যে প্রশ্ন বোঝানোর জন্য কোন চিহ্ন বসে?
ক)
প্রশ্নবোধক চিহ্ন
খ)
ড্যাস
গ)
কমা
ঘ)
দাঁড়ি
সঠিক উত্তর: (ক)
১৫.
প্রশ্ন চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
ক)
১ সেকেন্ড
খ)
১ বলার সময়
গ)
১ বলার দ্বিগুণ সময়
ঘ)
থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর: (ক)
১৬.
কোলন এর বাংলা প্রতিশব্দ কী?
ক)
পাদচ্ছেদ
খ)
দৃষ্টান্তচ্ছেদ
গ)
বিন্দু
ঘ)
ইলেক চিহ্ন
সঠিক উত্তর: (খ)
১৭.
বাড়ি বা রাস্তার নম্বরের পাশে কোন চিহ্ন বসে?
ক)
হাইফেন
খ)
কমা
গ)
দাঁড়ি
ঘ)
লোপচিহ্ন
সঠিক উত্তর: (খ)
১৮.
কমা, সেমিকোলন, কোলন, হাইফেন ব্যবহৃত হয় বাক্যের-
ক)
সমাপ্তিতে
খ)
মধ্যে
গ)
প্রথমে
ঘ)
ভূমিকায়
সঠিক উত্তর: (খ)
১৯.
যেসব বাক্যে বিস্ময়, ভয়, আনন্দ, দুঃখ, ঘৃনা, আবেগ ইত্যাদি ভাব প্রকাশ পায় সেসব বাক্যের শেষে কী বসে?
ক)
দাঁড়ি
খ)
কমা
গ)
বিস্ময়
ঘ)
কোলন
সঠিক উত্তর: (গ)
২০.
কোন বাক্যটিতে কোলন চিহ্নের সঠিক প্রয়োগ ঘটেছে?
ক)
ব্যাখ্যা করঃ
খ)
তার নাম শিশিরঃ
গ)
কাল স্কুলে যাব নাঃ
ঘ)
আমি বাড়িতে গিয়েঃ
সঠিক উত্তর: (ক)
২১.
বক্তব্য ব্যাখ্যার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক)
হাইফেন
খ)
ড্যাস
গ)
কমা
ঘ)
সেমিকোলন
সঠিক উত্তর: (খ)
২২.
বাক্যে পরিসমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক)
কমা
খ)
কোলন
গ)
সেমিকোলন
ঘ)
দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
সঠিক উত্তর: (ঘ)
২৩.
প্রশ্ন চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
ক)
১ সেকেন্ড
খ)
১ বলার সময়
গ)
১ বলার দ্বিগুণ সময়
ঘ)
২ সেকেন্ড
সঠিক উত্তর: (ক)
২৪.
সন্দেহ বা ব্যঙ্গ বুঝাতে কোনটি বসে?
ক)
কমা
খ)
সেমিকোলন
গ)
প্রশ্নবোধক
ঘ)
কোলন
সঠিক উত্তর: (গ)
২৫.
কোন যদি চিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়?
ক)
কোলন
খ)
হাইফেন
গ)
কমা
ঘ)
সেমিকোলন
সঠিক উত্তর: (ক)
২৬.
কোলন চিহ্ন ব্যবহৃত হয় -
ক)
নাটকের সংলাপের আগে
খ)
দুটো শব্দের সংযোগ বোঝাতে
গ)
বাক্যে সম্বোধনের পর
ঘ)
বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
সঠিক উত্তর: (ক)
২৭.
হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
ক)
বন্ধর্নী
খ)
হাইফেন
গ)
প্রশ্নবোধক
ঘ)
বিস্ময়সূচক
সঠিক উত্তর: (ঘ)
২৮.
বাক্যে সামান্য বিরতির জন্য কী ব্যবহার করা হয়?
ক)
হাইফেন
খ)
কমা
গ)
কোলন
ঘ)
দাঁড়ি
সঠিক উত্তর: (খ)
২৯.
যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক)
কোলন
খ)
সেমিকোলন
গ)
ড্যাস
ঘ)
হাইফেন
সঠিক উত্তর: (গ)
৩০.
বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
ক)
সেমিকোলন
খ)
কোলন
গ)
ড্যাস
ঘ)
হাইফেন
সঠিক উত্তর: (ক)
৩১.
বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?
ক)
৯টি
খ)
১০টি
গ)
১১টি
ঘ)
১২টি
সঠিক উত্তর: (গ)
৩২.
সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?
ক)
কোলন
খ)
ড্যাস
গ)
কোলন-ড্যাস
ঘ)
হাইফেন
সঠিক উত্তর: (খ)
৩৩.
দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন চিহ্ন বসে?
ক)
কোলন
খ)
সেমিকোলন
গ)
হাইফেন
ঘ)
ইলেক
সঠিক উত্তর: (গ)
৩৪.
বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
ক)
ধাতু বোঝাতে
খ)
অর্থমূলক
গ)
ব্যাখ্যামূলক
ঘ)
উৎপন্ন বোঝাতে
সঠিক উত্তর: (গ)
৩৫.
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
ক)
৯টি
খ)
১০টি
গ)
১১টি
ঘ)
১৩টি
সঠিক উত্তর: (খ)
৩৬.
দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরতিচিহ্ন বসে?
ক)
কমা
খ)
সেমিকোলন
গ)
ঊর্ধ্বকমা
ঘ)
কোলন
সঠিক উত্তর: (খ)
৩৭.
একই ধরনের পদ প্রকাশের ক্ষেত্রে বিরতিচিহ্ন বসে কোনটি?
ক)
হাইফেন
খ)
কোলন
গ)
দাঁড়ি
ঘ)
সেমিকোলন
সঠিক উত্তর: (ক)
৩৮.
উক্তি-প্রত্যুক্তি বোঝাতে কোনটি বসে?
ক)
কমা
খ)
হাইফেন
গ)
ড্যাস
ঘ)
সেমিকোলন
সঠিক উত্তর: (খ)
৩৯.
কোথায় কোলন বসে?
ক)
সম্বোধনের পরে
খ)
যৌগিক বাক্যে
গ)
উদ্ধৃতির পূর্বে/উদাহরণ দিতে গেলে
ঘ)
বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর: (গ)
৪০.
কোথায় সেমিকোলন বসে?
ক)
সম্বোধনের পরে
খ)
যৌগিক বাক্যে
গ)
খন্ড বাক্যে
ঘ)
বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর: (গ)
৪১.
ড্যাস চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
ক)
১ সেকেন্ড
খ)
১ বলার দ্বিগুণ সময়
গ)
১ বলার সময়
ঘ)
২ সেকেন্ড
সঠিক উত্তর: (ক)
৪২.
কথাটা বলা সহজ করা কঠিন - বিরামচিহ্ন বসাও -
ক)
কথাটা বলা সহজ, করা কঠিন;
খ)
কথাটা বলা সহজ; করা কঠিন।
গ)
কথাটা বলা সহজ। করা কঠিন।
ঘ)
কথাটা বলা সহজ? করা কঠিন।
সঠিক উত্তর: (খ)
৪৩.
কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
ক)
কমা
খ)
সেমিকোলন
গ)
দাঁড়ি
ঘ)
উদ্ধরণচিহ্ন
সঠিক উত্তর: (গ)
৪৪.
কোথায় সেমিকোলন বসে?
ক)
সম্বোধনের পরে
খ)
যৌগিক বাক্যে
গ)
খন্ডবাক্যে
ঘ)
বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর: (গ)
৪৫.
বিভক্তি চিহ্নের বদলে কোন চিহ্ন বসে?
ক)
কমা
খ)
ড্যাস
গ)
হাইফেন
ঘ)
সেমিকোলন
সঠিক উত্তর: (গ)
৪৬.
লেখা থামাতে ব্যবহৃত চিহ্ন বা সংকেতকে বলে-
ক)
থামা-চিহ্ন
খ)
হস্ সংকেত
গ)
বিরাম চিহ্ন
ঘ)
অবকাশ সংকেত
সঠিক উত্তর: (গ)
৪৭.
বিভক্তি চিহ্নের বদলে কোন চিহ্ন বসে?
ক)
কমা
খ)
ড্যাস
গ)
হাইফেন
ঘ)
সেমিকোলন
সঠিক উত্তর: (গ)
৪৮.
তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?
ক)
দাঁড়ি
খ)
ইলেক
গ)
সেমিকোলন
ঘ)
কমা
সঠিক উত্তর: (ঘ)
৪৯.
উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
ক)
কমা
খ)
সেমিকোলন
গ)
কোলন
ঘ)
কোলন ড্যাস
সঠিক উত্তর: (গ)
৫০.
বাক্যের শেষে কতটি বিরামচিহ্ন ব্যবহৃত হতে পারে?
ক)
দুটি
খ)
তিনটি
গ)
চারটি
ঘ)
পাঁচটি
সঠিক উত্তর: (খ)
অধ্যায় - ৮: বানান
১.
কোন প্রত্যয়ান্ত শব্দের শেষে ও-কার হবে-
ক)
আন
খ)
আনি
গ)
িআনী
ঘ)
আনো
সঠিক উত্তর: (ঘ)
২.
যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে ত-বর্গের পূর্বে সকল শব্দে দন্ত্য-ন হয় - এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?
ক)
অন্তরঙ্গ
খ)
মন্ত্রি
গ)
অনিন্দ
ঘ)
পরান্ন
সঠিক উত্তর: (ক)
৩.
কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে-
ক)
ই-কার হবে
খ)
ঈ-কার হবে
গ)
ই-কার অথবা ঈ-কার হবে
ঘ)
দুটোই হবে
সঠিক উত্তর: (খ)
৪.
স্বভাবতই ‘মূর্ধন্য-ণ’ -এর ব্যবহার হয়েছে কোনটিতে?
ক)
কারণ
খ)
কান্ড
গ)
বাণ/তৃণ
ঘ)
রামায়ণ
সঠিক উত্তর: (গ)
৫.
নিচের কোন বানানটি সঠিক?
ক)
আশীস
খ)
দুর্নীতি
গ)
কিশোরি
ঘ)
মুমূর্ষূ
সঠিক উত্তর: (ঘ)
৬.
নিচের কোন বানান গুচ্ছটি সঠিক?
ক)
উপদেষ্টা, ইস্তফা, বৃশ্চিক
খ)
উচ্ছিস্ট, কাস্তে, আড়স্ট
গ)
চেষ্টা, স্থান, ভূমিষ্ট
ঘ)
অনিস্ট, কস্তুরি, স্বাস্থ্য
সঠিক উত্তর: (ক)
৭.
বানানের নিয়ম সময় বদলে সঙ্গে সঙ্গে কী হয়?
ক)
কিছুটা বদল হয়
খ)
কছিুটা বর্জন করা হয়
গ)
কিছুটা আধুনিক হয়
ঘ)
কিছুটা পরিমার্জিত হয়
সঠিক উত্তর: (গ)
৮.
নিচের কোন বানানটি সঠিক?
ক)
কোরাণ
খ)
গ্রীণ
গ)
লণ্ঠন
ঘ)
লন্ঠন
সঠিক উত্তর: (ঘ)
৯.
বাংলা ভাষার বানানেরও কী নিয়ম রয়েছে?
ক)
বিশেষ কিছু
খ)
সার্বিক
গ)
পরিপূর্ণ
ঘ)
যৎ সামান্য
সঠিক উত্তর: (ক)
১০.
অভিধানসিদ্ধ হলে কোন বিসর্গ বর্জনীয়?
ক)
পদের আগের
খ)
পদান্তের
গ)
বিশেষ ক্ষেত্রে
ঘ)
পদ মধ্যস্থ
সঠিক উত্তর: (ঘ)
১১.
কোন বানানটি সঠিক?
ক)
যুবতী
খ)
মেয়েলী
গ)
বিদুষি
ঘ)
চাকুরী
সঠিক উত্তর: (ক)
১২.
ণ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী কোন শব্দটি অশুদ্ধ?
ক)
রামায়ন
খ)
দুর্নিয়ার
গ)
নির্মাণ
ঘ)
দুর্নীতি
সঠিক উত্তর: (ক)
১৩.
ভাষা ও জাতির নামের শেষে -
ক)
ই-কার হবে
খ)
ঈ-কার হবে
গ)
ও-কার হবে
ঘ)
এ-কার হবে
সঠিক উত্তর: (ক)
১৪.
যেসব তৎসম শব্দের উচ্চারণে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর অবিধান সিদ্ধ, সেসব শব্দের বানানে হবে -
ক)
দীর্ঘ স্বর
খ)
হ্রস্ব স্বর
গ)
উভয় স্বর
ঘ)
কোনটাই না
সঠিক উত্তর: (খ)
১৫.
কোন বানানটি সঠিক?
ক)
পত্নি
খ)
সারণি
গ)
হরিণি
ঘ)
সুন্নী
সঠিক উত্তর: (খ)
১৬.
বিসর্গ (:) থাকবে না পদের কোথায়?
ক)
প্রথমে
খ)
শেষে
গ)
মাঝখানে
ঘ)
বিশেষ ক্ষেত্রে
সঠিক উত্তর: (খ)
১৭.
ক্রিয়াপদের বানানে পদান্তে ও-কার-
ক)
অপরিহার্য
খ)
অপরিহার্য নয়
গ)
দুটিই প্রযোজ্য
ঘ)
বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য
সঠিক উত্তর: (খ)
১৮.
বর্তমান অনুজ্ঞায় কোথায় ও-কার প্রদান করা যায়?
ক)
পদের প্রথমে
খ)
পদের মধ্যে
গ)
পদের শেষে
ঘ)
সর্বত্র
সঠিক উত্তর: (গ)
১৯.
কোন বানানটি সঠিক?
ক)
মধ্যাহ্ন
খ)
পূর্বাহ্ন
গ)
সায়াহ্ন
ঘ)
অপরাহ্ন
সঠিক উত্তর: (খ)
২০.
ভাষা ও জাতির নামের শেষে-
ক)
ই-কার হবে
খ)
ঈ-কার হবে
গ)
ই-কার অথবা ঈ-কার হবে
ঘ)
উভয়ই প্রযোজ্য
সঠিক উত্তর: (ক)
২১.
সঠিক বানান কোনটি?
ক)
দুস্থ
খ)
দুর্স্থ
গ)
দু:স্থ
ঘ)
দুষ্থ
সঠিক উত্তর: (ক)
২২.
বাংলাদেশে কোন বানান রীতি মান্য করা হয়?
ক)
বাংলা একাডেমীর বানানরীতি
খ)
এনসিটিবির বানানরীতি
গ)
বিশ্বভারতীয় বানানরীতি
ঘ)
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানরীতি
সঠিক উত্তর: (ক)
২৩.
‘বহুর মধ্যে এক’ বোঝাতে কোন বানানটি সঠিক?
ক)
কনো
খ)
কোন
গ)
কোনো
ঘ)
কুনো
সঠিক উত্তর: (গ)
২৪.
স্বভাবতই ‘মূর্ধন্য (ণ)’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক)
বাণী
খ)
মরণ
গ)
ঘণ্টা
ঘ)
ব্যাকরণ
সঠিক উত্তর: (ক)
২৫.
ভাষা শুদ্ধভাবে লিখতে হলে সে ভাষার কী জানা জরুরি?
ক)
ধ্বনি
খ)
রূপ
গ)
অলংকার
ঘ)
বানান
সঠিক উত্তর: (ঘ)
২৬.
‘ত’ বর্গীয় বর্ণের আগে কখনো - হয় না।
ক)
ন
খ)
ণ
গ)
স
ঘ)
শ
সঠিক উত্তর: (খ)
২৭.
কোন বানানটি সঠিক?
ক)
প্রধানত
খ)
প্রধানতঃ
গ)
পুনপুন
ঘ)
পুনপুনঃ
সঠিক উত্তর: (ক)
২৮.
স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ নয় কোনটি?
ক)
রুক্সিণী
খ)
বেণী
গ)
পণ
ঘ)
ফণী
সঠিক উত্তর: (ক)
২৯.
ঋ, র, ষ-এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়, যেমন-
ক)
উষ্ণ
খ)
হরিণ
গ)
কৃপণ
ঘ)
অর্পণ
সঠিক উত্তর: (ক)
৩০.
কোন বানানটি সঠিক?
ক)
দুসহ
খ)
দু:সহ
গ)
দুর্সহ
ঘ)
দুষসহ
সঠিক উত্তর: (খ)
৩১.
‘জানুয়ারি’ বানানে হ্রস্ব-ই কার হবার কারণ কী?
ক)
মাসের নাম বলে
খ)
বছরের প্রথম মাস বলে
গ)
বিদেশি শব্দ বলে
ঘ)
স্বাভাবিক নিয়মের কারণে
সঠিক উত্তর: (গ)
৩২.
কোনটি তৎসম শব্দ?
ক)
আমিন
খ)
ডিগ্রি
গ)
দাবি
ঘ)
িআবির
সঠিক উত্তর: (ঘ)
৩৩.
বিশেষণবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে-
ক)
ই-কার হবে
খ)
ঈ-কার হবে
গ)
দুটোই হবে
ঘ)
কোনোটাই হবে না
সঠিক উত্তর: (ক)
৩৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক)
প্রনব
খ)
পরাহ্ন
গ)
ব্যান্ড
ঘ)
পরিনয়
সঠিক উত্তর: (গ)
৩৫.
বিশেষবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে হবে -
ক)
ই-কার
খ)
ঈ-কার
গ)
ও-কার
ঘ)
উ-কার
সঠিক উত্তর: (ক)
৩৬.
কখন ট-বর্গের পূর্বে দন্ত্য-ন হয়?
ক)
যুক্তস্বর গঠনে
খ)
মুক্তস্বর গঠনে
গ)
ব্যঞ্জনবর্ণের সাথে
ঘ)
যুক্তব্যঞ্জন গঠনে
সঠিক উত্তর: (ঘ)
৩৭.
কোনটিতে স্বভাবতই ণ হয়েছে?
ক)
কৃপণ
খ)
অর্পণ
গ)
আপণ
ঘ)
রামায়ণ
সঠিক উত্তর: (গ)
৩৮.
অতৎসম শব্দের বানানে ব্যবহৃত হবে-
ক)
দীর্ঘস্বর
খ)
হ্রস্বস্বর
গ)
উভয় স্বর
ঘ)
কোনটিই না
সঠিক উত্তর: (খ)
৩৯.
নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়?
ক)
কারণ
খ)
ব্রাহ্মণ
গ)
ভাষণ
ঘ)
লবণ/বাণিজ্য
সঠিক উত্তর: (ঘ)
৪০.
স্বভাবতেই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে?
ক)
ঋণ
খ)
তৃণ
গ)
অর্পণ
ঘ)
ভণিতা
সঠিক উত্তর: (ঘ)
৪১.
কোনটি স্বভাবতই ‘ণ’ এর ব্যবহার হয়েছে?
ক)
কারণ
খ)
কৃপণ
গ)
কর্ষণ
ঘ)
কল্যাণ
সঠিক উত্তর: (ঘ)
৪২.
তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে?
ক)
ষ
খ)
শ
গ)
স
ঘ)
ণ
সঠিক উত্তর: (খ)
৪৩.
স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে?
ক)
বিশেষণ
খ)
কণিকা
গ)
কণ্টক
ঘ)
গ্রহণ
সঠিক উত্তর: (খ)
৪৪.
নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে?
ক)
তৃণ
খ)
বর্ণ
গ)
রামায়ণ
ঘ)
পাণি
সঠিক উত্তর: (ঘ)
৪৫.
অভিধানসিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ (:) বর্জনীয়! এই নিয়মের আলোকে শুদ্ধ বানান হলো -
ক)
নিস্পৃহ
খ)
পুনপুন
গ)
স্বতস্ফূর্ত
ঘ)
দুসহ
সঠিক উত্তর: (ক)
৪৬.
ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
ক)
ন
খ)
ণ
গ)
ন্ন
ঘ)
ন্য
সঠিক উত্তর: (খ)
৪৭.
কোন ভাষার বানানের নিয়ম আছে?
ক)
বাংলা ভাষার
খ)
ইংরেজি ভাষার
গ)
আরবি ভাষার
ঘ)
সব ভাষার
সঠিক উত্তর: (ঘ)
৪৮.
কোন বানানটি ভুল?
ক)
কৃপণ
খ)
দুর্ণাম
গ)
অগ্রহায়ণ
ঘ)
নির্বাণ
সঠিক উত্তর: (খ)
৪৯.
পদের কোথায় বিসর্গ থাকবে?
ক)
মধ্যে
খ)
শেষে
গ)
প্রথমে
ঘ)
কোথাও না
সঠিক উত্তর: (ক)
অধ্যায় - ৯: অভিধান
১.
অভিধানে শব্দগুলো কীভাবে সাজানো থাকে?
ক)
বর্ণানুক্রমিকভাবে
খ)
অর্থের ক্রমানুসারে
গ)
বুৎপত্তির ক্রমানুসারে
ঘ)
ভাবের ক্রমানুসারে
সঠিক উত্তর: (ক)
২.
অভিধানে শব্দের ‘বি’ থাকলে শব্দটি হয়-
ক)
বিকৃত
খ)
বিকল্প
গ)
বিশেষ্য
ঘ)
বিশেষণ
সঠিক উত্তর: (গ)
৩.
সাধারণ বর্ণানুক্রম এবং অভিধানের বর্ণানুক্রম -
ক)
পুরোপুরি ভিন্ন
খ)
সামান্য ভিন্ন
গ)
অভিন্ন
ঘ)
কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪.
যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ হিসেবে সংকলিত হয় তাকে কী বলে?
ক)
একভাষিক অভিধান
খ)
দ্বিভাষিক অভিধান
গ)
সমার্থ অভিধান
ঘ)
ঐতিহাসিক অভিধান
সঠিক উত্তর: (খ)
৫.
‘ক্ষ’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি?
ক)
ক্র
খ)
ক্স
গ)
ক্ত
ঘ)
ক্ট
সঠিক উত্তর: (খ)
৬.
‘অভিধান’ শব্দের ইংরেজী কী?
ক)
Dictionary
খ)
Diktorary
গ)
Dicsonary
ঘ)
Dictionari
সঠিক উত্তর: (ক)
৭.
কোনটিকে শীর্ষ শব্দ বলে?
ক)
যে শব্দের অর্থ দেওয়া থাকে
খ)
যেটি বোল্ড থাকে
গ)
যেটি মোটা হরফে মুদ্রিত থাকে
ঘ)
সবগুলোই সঠিক
সঠিক উত্তর: (ঘ)
৮.
অভিধানে যে শব্দের অর্থ দেয়া হয়, তাকে কী বলে?
ক)
ভুক্তি
খ)
শীর্ষপদ
গ)
বর্নানুক্রম
ঘ)
মূলশব্দ
সঠিক উত্তর: (খ)
৯.
বর্ণানুক্রম - দ্বারা কী বোঝায়?
ক)
বর্ণের ক্রমিক নম্বর
খ)
বর্ণের ধারাবাহিক বিন্যাস
গ)
বর্ণের ক্রমবর্ধমান ধারা
ঘ)
বর্ণ সৃষ্টির ইতিহাস
সঠিক উত্তর: (খ)
১০.
অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে কী বলা হয়?
ক)
ভুক্ত
খ)
ভুক্তি
গ)
অন্তর্ভুক্ত
ঘ)
অন্তর্ভুক্তি
সঠিক উত্তর: (খ)
১১.
অভিধানে শীর্ষপদের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে বলে -
ক)
মূলশব্দ
খ)
শব্দার্থ
গ)
ভুক্তি
ঘ)
বর্ণানুক্রম
সঠিক উত্তর: (গ)
১২.
‘প্ট’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি?
ক)
প্ত
খ)
প্প
গ)
প্ম
ঘ)
ন্ত
সঠিক উত্তর: (ক)
১৩.
অভিধান ব্যবহৃত বর্ণানুক্রমে ‘ক’ এর পরে কোন বর্ণটি থাকে?
ক)
খ
খ)
হ্ম
গ)
ক
ঘ)
অ
সঠিক উত্তর: (খ)
১৪.
ভাষাতত্ত্বের একটি শাখার নাম হচ্ছে-
ক)
অভিধানতত্ত্ব
খ)
ব্যাকরণতত্ত্ব
গ)
অলঙ্কারতত্ত্ব
ঘ)
বাক্যতত্ত্ব
সঠিক উত্তর: (ক)
১৫.
অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমে ‘ঔ’ এর পরে থাকে -
ক)
এ
খ)
ক
গ)
ঙ
ঘ)
ং
সঠিক উত্তর: (ঘ)
১৬.
অভিধানে কীভাবে শব্দ সাজানো থাকে?
ক)
বর্ণানুক্রমিকভাবে
খ)
শব্দানুক্রমিকভাবে
গ)
অর্থানুক্রমিকভাবে
ঘ)
কালানুক্রমিকভাবে
সঠিক উত্তর: (ক)
১৭.
অভিধানে শব্দের পরে ‘বিণ’ থাকলে বোঝা যায় শব্দটি-
ক)
বিশেষ্য
খ)
বিশেষণ
গ)
বিকৃত
ঘ)
বিশেষ
সঠিক উত্তর: (খ)
১৮.
অভিধানের নিয়মানুসারে কোনটির ক্রম প্রথম হবে?
ক)
ল্ল
খ)
ল্ড
গ)
ল্প
ঘ)
ল্ম
সঠিক উত্তর: (খ)
১৯.
‘ষ্ট’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি?
ক)
ষ্ণ
খ)
ষ্ঠ
গ)
স্ক
ঘ)
স্ত
সঠিক উত্তর: (খ)
২০.
অভিধানে ব্যবহৃত ‘য’ এর পর বর্ণানুক্রম কোনটি?
ক)
র
খ)
ল
গ)
য়
ঘ)
শ
সঠিক উত্তর: (গ)
২১.
অভিধানে শব্দের পূর্বে ‘স’ থাকলে বোঝা যায় শব্দটি-
ক)
সংস্কৃত
খ)
সম্পূর্ণ
গ)
সাংস্কৃতিক
ঘ)
সাংবিধানিক
সঠিক উত্তর: (ক)
২২.
‘অভিধান’ শব্দের অন্য অর্থ কী?
ক)
বাক্য কোষ
খ)
অর্থকোষ
গ)
শব্দকোষ
ঘ)
ভাষাকোষ
সঠিক উত্তর: (গ)
২৩.
অভিধান থেকে জানা যায় কোনটি?
ক)
শব্দের শুদ্ধ রূপ
খ)
শব্দের শুদ্ধ বানান
গ)
শব্দের শুদ্ধ অর্থ
ঘ)
সবগুলোই সঠিক
সঠিক উত্তর: (ঘ)
২৪.
‘হ্ন’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি?
ক)
হ্ন
খ)
হ্ম
গ)
স্ক
ঘ)
স্ত
সঠিক উত্তর: (খ)
২৫.
অভিধানে ব্যবহৃত ‘ক’ এর পর বর্ণানুক্রম কোনটি?
ক)
খ
খ)
কা
গ)
ক্ষ
ঘ)
কি
সঠিক উত্তর: (গ)
২৬.
অঋণী (অরিনি) বিন ঋণমুক্ত’ ঋণশূন্য। এখানে শীর্ষ শব্দ কোনটি?
ক)
অঋণী
খ)
অরিনি
গ)
বিণ
ঘ)
ঋণশূন্য
সঠিক উত্তর: (ক)
২৭.
একটি শব্দের অর্থ, উৎস, বুৎপত্তি - লিপিবদ্ধ থাকে কোন গ্রন্থে?
ক)
অর্থকোষ গ্রন্থে
খ)
অভিধানে
গ)
ব্যাকরণে
ঘ)
ভাষাকোষে
সঠিক উত্তর: (খ)
২৮.
অভিধানে শব্দের পূর্বে ‘আ’ থাকলে, সেটা হয়-
ক)
আরবি
খ)
িআরজি
গ)
িআরাবি
ঘ)
িআরাধ্য
সঠিক উত্তর: (ক)
২৯.
অভিধান মানেই কী?
ক)
শব্দের ভান্ডার
খ)
বর্ণ সম্ভার
গ)
শুদ্ধতার প্রতীক
ঘ)
ভাষার প্রতীক
সঠিক উত্তর: (গ)
৩০.
ঊ-কার এর পর কোনটি হবে?
ক)
উ-কার
খ)
এ-কার
গ)
ঋ-কার
ঘ)
ও-কার
সঠিক উত্তর: (গ)
৩১.
‘Dictionary’ শব্দের বাংলা অর্থ কী?
ক)
বই
খ)
পত্র
গ)
অভিধান
ঘ)
সংকলন
সঠিক উত্তর: (গ)
৩২.
যে অভিধানে কেবল একটি ভাষার শব্দের অর্থ, প্রতিশব্দ ও ব্যুৎপত্তি দেখানো হয়, তাকে বলে -
ক)
একভাষিক অভিধান
খ)
দ্বিভাষিক অভিধান
গ)
সমার্থ অভিধান
ঘ)
পৌরাণিক অভিধান
সঠিক উত্তর: (ক)
৩৩.
অভিধানে শব্দের পূর্বে ‘ফা’ থাকলে সেটা হয়-
ক)
ফাগুন
খ)
ফারাবি
গ)
ফাগুয়া
ঘ)
ফারসি
সঠিক উত্তর: (ঘ)
৩৪.
অভিধানে মব্দের পর ‘বিন’ থাকলে বোঝা যায় শব্দটি -
ক)
বিশেষ্য
খ)
বিশেষণ
গ)
বিদেশি
ঘ)
বিকৃত
সঠিক উত্তর: (খ)
৩৫.
‘ণ্ট’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি?
ক)
ণ্ঠ
খ)
ণ্ড
গ)
ণ্ন
ঘ)
ণ্ত
সঠিক উত্তর: (ক)
অধ্যায় - ১০: শব্দার্থ
১.
‘বন্ধুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক)
শত্রুর
খ)
মসৃণ
গ)
অমসৃণ
ঘ)
সমতল
সঠিক উত্তর: (খ)
২.
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কোনটি?
ক)
তীব্র জ্বালা
খ)
অর্থের অহংকার
গ)
দীর্ঘস্থায়ী কষ্ট
ঘ)
অর্থের কু-প্রভাব
সঠিক উত্তর: (ঘ)
৩.
‘ডাক্তার বাবুর হাতে যশ আছে’- এখানে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে।
ক)
অঙ্গীকার
খ)
যশ করা
গ)
নিপুণতা
ঘ)
সহায়ক
সঠিক উত্তর: (গ)
৪.
‘সুশ্রী’ - এর বিপরীত শব্দ -
ক)
কুশ্রী
খ)
খারাপ
গ)
বিশ্রী
ঘ)
মন্দ
সঠিক উত্তর: (ক)
৫.
‘নীরস’ - এর বিপরীত শব্দ কী?
ক)
সবল
খ)
দুর্বল
গ)
সরস
ঘ)
রসালো
সঠিক উত্তর: (গ)
৬.
‘বিজলি’ - এর সমার্থক শব্দ কোনটি?
ক)
কিরণ
খ)
জ্যোতি
গ)
বিদ্যুৎ
ঘ)
অর্ণব
সঠিক উত্তর: (গ)
৭.
‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক)
চপলা
খ)
বীচি
গ)
অম্বর
ঘ)
সরিৎ
সঠিক উত্তর: (খ)
৮.
‘চতুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক)
দুরন্ত
খ)
সচেতন
গ)
চালাক
ঘ)
বোকা
সঠিক উত্তর: (ঘ)
৯.
‘উড়নচন্ডী’ বাগধারার অর্থ -
ক)
উচ্ছৃঙ্খল
খ)
অমিতব্যয়ী
গ)
নির্বোধ
ঘ)
গোঁয়ার
সঠিক উত্তর: (খ)
১০.
‘লঘু’ - এর বিপরীত শব্দ কী?
ক)
চপল
খ)
গম্ভীর
গ)
গুরু
ঘ)
আভিজাত্য
সঠিক উত্তর: (গ)
১১.
‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
ক)
জ্ঞানপূর্ণ
খ)
শক্ত
গ)
বশে আনা
ঘ)
সরল
সঠিক উত্তর: (গ)
১২.
‘সুমন চাকরিতে লেগেছে।’ বাক্যে ‘লাগা’ ক্রিয়াপদটি কোন অর্থে ব্যবহৃত?
ক)
স্পর্শ
খ)
শুরু
গ)
নিযুক্ত
ঘ)
থামা
সঠিক উত্তর: (গ)
১৩.
গান শিখতে হলে ছাড়া গলায় প্রতিদিন রেওয়াজ করতে হবে। বাক্যে ‘ছাড়া’ কী অর্থ প্রকাশ করে?
ক)
ত্যাগ
খ)
মুক্তি
গ)
ব্যতীত
ঘ)
উচ্চস্বরে
সঠিক উত্তর: (ঘ)
১৪.
‘কান’ শব্দটি কোন বাক্যে ‘শ্রবণ অঙ্গ’ অর্থ হিসেবে ব্যবহার হয়েছে?
ক)
আমার কথায় কান দাও
খ)
কথাটা পাঁচ কান করো না
গ)
লোকটি কানে শোনে না
ঘ)
নোভা কানে দুল পরেছে
সঠিক উত্তর: (ঘ)
১৫.
‘শকুনি মামা’ অর্থ কী?
ক)
কুৎসিত মামা
খ)
সৎমামা
গ)
কুচক্রী লোক
ঘ)
পাতানো মামা
সঠিক উত্তর: (গ)
১৬.
‘চক্ষুদান করা’ - বাগধারাটির অর্থ কী?
ক)
কাউকে চোখ দান করা
খ)
চুরি করা
গ)
জ্ঞানদান করা
ঘ)
উপহার দেয়া
সঠিক উত্তর: (খ)
১৭.
‘চাঁদের হাট’ - অর্থ কী?
ক)
অদৃশ্য বস্তু
খ)
মগের মুল্লুক
গ)
বিরাট আয়োজন
ঘ)
আনন্দের প্রাচুর্য
সঠিক উত্তর: (ঘ)
১৮.
বাংলা ভাষায় কতকগুলো শব্দ কী অর্থে ব্যবহৃত হয়?
ক)
ভিন্নতা অর্থে
খ)
ভিন্ন অর্থে
গ)
ভিন্ন ব্যবহার্থে
ঘ)
অভিন্ন অর্থে
সঠিক উত্তর: (খ)
১৯.
শব্দের প্রাণ হচ্ছে-
ক)
অর্থ
খ)
অনর্থ
গ)
দ্ব্যর্থ
ঘ)
বহুর্থ
সঠিক উত্তর: (ক)
২০.
‘অগ্রজ’ শব্দটির বিপরীত শব্দ কী?
ক)
অগ্র
খ)
অনুজ
গ)
গ্রহীতা
ঘ)
পশ্চাৎ
সঠিক উত্তর: (খ)
২১.
‘মুখ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয় না?
ক)
মর্যাদা
খ)
দিক
গ)
সহায়ক
ঘ)
ভাষা
সঠিক উত্তর: (ঘ)
২২.
‘পুলিশের চোখ আসামির দিকে।’ এ বাক্যে ‘চোখ’ শব্দটির ব্যবহৃত অর্থ -
ক)
আঁখি
খ)
দৃষ্টি
গ)
রোগ
ঘ)
ফাঁকি
সঠিক উত্তর: (খ)
২৩.
তবলায় তাল বাজাও- এখানে ‘তাল’-এর অর্থ কী?
ক)
মানিয়ে চলা
খ)
ধীরে
গ)
ছন্দ
ঘ)
বোল
সঠিক উত্তর: (ঘ)
২৪.
‘কান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
ক)
লেখা
খ)
বুদ্ধি
গ)
চিন্তা-ভাবনা
ঘ)
শোনা
সঠিক উত্তর: (ঘ)
২৫.
কোন বাগধারাটির অর্থ ‘বেহায়া’?
ক)
ঠোঁটকাটা
খ)
কানকাটা
গ)
জিলাপির প্যাঁচ
ঘ)
চিনির বলদ
সঠিক উত্তর: (ক)
২৬.
‘তোমার হাতখানা একবার ধরতে চাই।’ বাক্যে ‘ধরে’ শব্দটি কী অর্থ বহন করে?
ক)
আটক
খ)
স্পর্শ
গ)
ভালো লাগা
ঘ)
তোষামুদে
সঠিক উত্তর: (খ)
২৭.
অহি-নকুল বাগধারাটির অর্থ কী?
ক)
ভীষণ শত্রুতা
খ)
সামান্য লোক
গ)
উঠেপড়ে লাগা
ঘ)
কঠিন অবস্থা
সঠিক উত্তর: (ক)
২৮.
‘আমার ব্যাপারে নাক গলাতে এসো না।’ বাক্যে ‘নাক’ শব্দ কী অর্থে ব্যবহৃত -
ক)
নাসিকা
খ)
আগ্রহ
গ)
শব্দ করা
ঘ)
অনধিকার চর্চা
সঠিক উত্তর: (ঘ)
২৯.
কোনটি সমার্থক শব্দের সম অর্থজ্ঞাপক শব্দ?
ক)
প্রতিশব্দ
খ)
মৌলিক শব্দ
গ)
বিপরীত শব্দ
ঘ)
যৌগিক শব্দ
সঠিক উত্তর: (ক)
৩০.
শব্দের অর্থের পরিবর্তন ঘটে-
ক)
নানা কারণে
খ)
একক কারণে
গ)
দুটি কারণে
ঘ)
কোনো কারণে
সঠিক উত্তর: (ক)
৩১.
‘ভাঙা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
গড়া
খ)
শেষ
গ)
ভঙ্গুর
ঘ)
গঠন
সঠিক উত্তর: (ক)
৩২.
নিচের কোন বাক্যে ‘বড়’ শব্দটি অগ্রজ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক)
রাম আমার বড় ভাই
খ)
পদ্মা বাংলাদেশের বড় নদী
গ)
লোকমান সাহেব বড় লোক
ঘ)
বাড়িতে বড় কুটুম এসেছে
সঠিক উত্তর: (ক)
৩৩.
‘ঈশ্বর তোমার ভালো করুন।’ বাক্যে ‘ভালো’ শব্দের অর্থ কী?
ক)
সৎ
খ)
সুন্দর
গ)
মঙ্গল
ঘ)
ধনী
সঠিক উত্তর: (গ)
৩৪.
‘লোকটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও।’ এ বাক্যে ‘গলা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক)
অপমান
খ)
বোঝা
গ)
ভিক্ষা
ঘ)
কন্ঠ
সঠিক উত্তর: (ক)
৩৫.
‘কাঁচা দুধ সবার হজম হয় না’ - বাক্যে ‘কাঁচা দুধ’ শব্দটির অর্থ হলো -
ক)
অপক্ব
খ)
অসিদ্ধ
গ)
অপরিণত
ঘ)
অপূর্ণ
সঠিক উত্তর: (খ)
৩৬.
‘পরের গাঁট কাটা ওর স্বভাব’ - বাক্যে ‘কাটা’ শব্দটি যে অর্থ বহন করে -
ক)
ক্ষত
খ)
নষ্ট
গ)
চুরি
ঘ)
ছন্দপতন
সঠিক উত্তর: (গ)
৩৭.
নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ?
ক)
নীলাম্বু
খ)
জীমূত
গ)
লহরী
ঘ)
সিন্ধু
সঠিক উত্তর: (ঘ)
৩৮.
‘মুখ ফুটে কথাটা বলে ফেল।’ - এ বাক্যে ‘কথা’ যে অর্থ বহন করে -
ক)
সাহস
খ)
ক্ষমতা
গ)
সংযত
ঘ)
কথা
সঠিক উত্তর: (ক)
৩৯.
‘বন্ধন’ এর বিপরীত শব্দ কী?
ক)
মুক্তি
খ)
স্বাধীন
গ)
বন্দি
ঘ)
খোলামেলা
সঠিক উত্তর: (ক)
৪০.
‘মাথা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় না?
ক)
অঙ্গবিশেষ
খ)
নির্লজ্জ
গ)
অর্থসংগতি
ঘ)
বুদ্ধি
সঠিক উত্তর: (গ)
৪১.
‘তার কোনো কথা আমি গায়ে মাখি না’ - এ বাক্যে ‘গা’ কথাটি যে অর্থ বহন করে?
ক)
শরীর
খ)
গ্রাহ্য
গ)
পরিধান
ঘ)
অভ্যস্ত
সঠিক উত্তর: (খ)
৪২.
ভাষার ভাব গ্রহণ করে কে?
ক)
মাংসপেশি
খ)
স্নায়ুমন্ডলী
গ)
ইন্দ্রিয়
ঘ)
মস্তিষ্ক
সঠিক উত্তর: (গ)
৪৩.
‘অসৎ বন্ধুর পাল্লায় পড়ে তার ব্যবসায় লালবাতি জ্বলছে।’ বাক্যে ‘লাল’ শব্দটি যে অর্থে ব্যবহৃত -
ক)
জেলখানা
খ)
উন্নতি
গ)
বন্ধ হওয়া
ঘ)
রং
সঠিক উত্তর: (গ)
৪৪.
‘ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে।’ বাক্যে ‘তোলা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত -
ক)
উত্তোলন
খ)
উত্থাপন
গ)
সংগ্রহ
ঘ)
ছেঁড়া
সঠিক উত্তর: (ক)
৪৫.
‘আকাশ কুসুম’ - বাগধারাটির অর্থ কী?
ক)
বিপদে পড়া
খ)
একমাত্র অবলম্বন
গ)
অসম্ভব কল্পনা
ঘ)
ভয়াবহ সন্ধ্যা
সঠিক উত্তর: (গ)
৪৬.
কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক)
হুতাশন
খ)
সর্বভুক
গ)
মার্তন্ড
ঘ)
পাবক
সঠিক উত্তর: (গ)
৪৭.
‘ছেলেটির বয়স অল্প, কিন্তু কথায় পাকা।’ বাক্যে ‘পাকা’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক)
পরিপক্ব
খ)
নিপুণ
গ)
অকালপক্ব
ঘ)
দক্ষ
সঠিক উত্তর: (গ)
৪৮.
‘আম্মা লল তেরি খুন কিয়া খুনিয়া’- এখানে ‘লাল’ অর্থ কী?
ক)
রং
খ)
ক্রোধ
গ)
জেলখানা
ঘ)
পুত্র
সঠিক উত্তর: (ঘ)
৪৯.
‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?
ক)
রাঘব বোয়াল
খ)
গোঁয়ার গোবিন্দ
গ)
উড়নচন্ডী
ঘ)
নেই আঁকড়া
সঠিক উত্তর: (ঘ)
৫০.
‘বাসার সবাই ভালো আছে তো?’- ‘ভালো’ অর্থ কী?
ক)
সৎ
খ)
সুন্দর
গ)
সুখবর
ঘ)
কুশল
সঠিক উত্তর: (ঘ)
Subscribe to:
Post Comments (Atom)
Lorem
Please note:
Delete this widget in your dashboard. This is just a widget example.
Ipsum
Please note:
Delete this widget in your dashboard. This is just a widget example.
Dolor
Please note:
Delete this widget in your dashboard. This is just a widget example.
1 comments:
যে সব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাকে কি বলে? উত্তর কি?
Post a Comment